রোববার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে রাজধানীর পৃথক মঞ্চে প্রদর্শিত হবে দুটি নাটক।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে রোববার সন্ধ্যায় থাকছে ‘নদ্দিউ নতিম’-এর ১১তম মঞ্চায়ন। প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাসের নাট্যরূপই ‘নদ্দিউ নতিম’। রূপান্তর ও নির্দেশনা আসাদুল ইসলাম।
এদিকে পরিবেশ দিবসের একদিন আগে শনিবার (৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সুন্দরবন ও সংলগ্ন মানুষদেরকে কেন্দ্র করে বটতলার নতুন নাটক ‘মধু শিকারি’র প্রদর্শনী থাকছে। বটতলার পরিচালক কাজী রোকসানা রুমা জানান, কার্তিকা নায়ারের ‘হানি হান্টার’ গল্প অনুবাদ করেছেন শামীম আজাদ। নাটকটির নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার।
এতে অভিনয় করছেন সামিনা লুৎফা নিত্রা, তৌফিক হাসান ভুঞা, ইভান রিয়াজ, সেউতি শাহগুফতা, কালিন্দী কনা, তাহিম, মাহফুজা পলি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জুন ০৩, ২০১৬
এসও