ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

গল্প করতে করতে হয়ে গেলো ছবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, জুন ৫, ২০১৬
গল্প করতে করতে হয়ে গেলো ছবি (বা‍ঁ থেকে) অন্তু করিম, কুমার বিশ্বজিৎ ও রাহা তানহা খান-ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পরিকল্পনা ছিলো প্রথমবারের মতো দ্বৈত অ্যালবাম করবেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। অডিও প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা ঢোলের সঙ্গে প্রাথমিক আলাপ শেষে গানও তৈরি হলো।

তার সঙ্গে গাইলেন সামিনা চৌধুরী, শুভমিতা ও ন্যানসি।

দ্বিতীয় ধাপে প্রতিটি গান নিয়ে বড় বাজেটের মিউজিক ভিডিও তৈরির সিদ্ধান্ত হলো। সেই কাজও শুরু করলেন নির্মাতা আশিকুর রহমান। দুটি গানের দৃশ্যধারণ শেষে বদলে গেলো সিদ্ধান্ত! অডিও অ্যালবাম ‘সারাংশে তুমি’ হয়ে উঠলো মিউজ্যিকাল ফিল্ম। সেন্সর বোর্ডের চৌকাঠ পেরিয়ে এটি এখন দর্শকের সামনে।

মিউজিক্যাল ফিল্ম ‘সারাংশে তুমি’র উদ্বোধনী প্রদর্শনীতে এই গল্প বলেছেন কুমার বিশ্বজিৎ। শনিবার (৪ জুন) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে এই প্রদর্শনীতে ছিলেন অ্যালবাম সংশ্লিষ্ট গায়ক-গায়িকা, গীতিকার, অভিনয়শিল্পী ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে কুমার বিশ্বজিৎ তার বক্তব্যে বলেন, “আমরা আসলে বাণিজ্যিক কোনো ছবি বানাইনি। আমরা একটা দৃষ্টান্ত রাখতে চেয়েছি যে, গান নিয়েও চলচ্চিত্র নির্মাণ করা যায়। এই ভাবনা নিয়ে ভবিষ্যতে আরও কাজ হতে পারে। এই যাত্রায় প্রথম প্রচেষ্টা হিসেবে এটাতে ভুলভ্রান্তি হয়তো আছে। তরুণ প্রজন্ম সময় নিয়ে আরও ভালো কিছু উপহার দেবে আশা করি। ‘সারাংশে তুমি’ তাদেরকে সেই অনুপ্রেরণাই যোগাবে। ”

বাংলা ঢোল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক বলেন, ‘এটা পরিকল্পিতভাবে করিনি। দাদার (কুমার বিশ্বজিৎ) সঙ্গে গল্প করতে করতে ছবিটি হয়েছে। অ্যালবামটির জন্য দাদা অক্লান্ত পরিশ্রম করেছেন। অল্প সময়ের মধ্যে তিনি গানগুলো তৈরি করেছেন। আমরা ভবিষ্যতেও এ ধরনের কাজ করবো। ’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গীতিকার শহীদুল্লাহ ফরায়জী, জুলফিকার রাসেল, মডেল-অভিনয়শিল্পী অন্তু করিম, রাহা তানহা খান, কন্ঠশিল্পী কিশোর দাস প্রমুখ।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী শিল্পী কুমার বিশ্বজিতের আটটি দ্বৈত গান নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি দেখে আশাবাদী আমন্ত্রিত অতিথিরা। তাদের মতে, এর মধ্য দিয়ে দেশীয় সংগীতাঙ্গনে নতুন মাত্রা যুক্ত হলো।

সম্প্রতি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ‘সারাংশে তুমি’। গান ও গানের গল্প নিয়ে চলচ্চিত্রটি তৈরি করেছেন আশিকুর রহমান। এর কাব্যিক চিত্রনাট্য লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। প্রায় একঘণ্টা ব্যাপ্তির মিউজিক্যাল ফিল্মের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন অন্তু করিম ও রাহা তানহা খান।

ছবিটিতে ফুটিয়ে তোলা হয়েছে প্রেম-বিরহের চিরন্তন কিছু মুহূর্ত। মজার ব্যাপার হচ্ছে, গানগুলোর চিত্রায়ণ হয়েছে দেশের উল্লেখযোগ্য সব দর্শনীয় স্থানে। ভিডিওতে সেসব স্থানের নামও উল্লেখ করা হয়েছে। ‘সারাংশে তুমি’র মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হচ্ছে অন্তু-রাহার। চলচ্চিত্রটি বাংলা ঢোলের মোবাইল প্লাটফর্ম ও ইউটিউবে অচিরেই মুক্তি দেওয়া হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, জুন ০৫, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।