ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অবসকিওরের ‘ক্র্যাক প্লাটুন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, জুন ৫, ২০১৬
অবসকিওরের ‘ক্র্যাক প্লাটুন’

অবসকিওর ব্যান্ডের দশম অ্যালবাম ‘মাঝরাতে চাঁদ’ বাজারে আসে গত বছরের জুলাইয়ে। বছর না ঘুরতেই তাদের ‘ক্র্যাক প্লাটুন’ নামের নতুন অ্যালবামের দুটি গানের আংশিক এলো অনলাইনে।

সাউন্ডক্লাউডে প্রকাশিত গান দুটির শিরোনাম ‘ক্র্যাক প্লাটুন’ ও ‘পরোয়ানা’।

অ্যালবামের পরিকল্পনা নিয়ে ব্যান্ডটির প্রধান ও গায়ক সাইদ হাসান টিপু বললেন, ‘ঈদ উপলক্ষে অ্যালবামটি বাজারে আনার ইচ্ছে আছে। আশা করছি, রোজার শেষ সপ্তাহে এটি প্রকাশ হবে। এতে গান থাকবে আটটি। এর মধ্যে দুটি গান দেশকে নিয়ে। বাকিগুলোতে চিরচেনা অবসকিওরকে পাওয়া যাবে। ’

‘ক্র্যাক প্লাটুন’ নাম প্রসঙ্গে টিপুর কথা, “এর আগে আমাদের গাওয়া ‘আজাদ’ গানটির মাধ্যমে ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামে শহীদ গেরিলা মুক্তিযোদ্ধা আজাদকে সম্মান জানিয়েছিলাম। আর ‘ক্র্যাক প্লাটুন’-এর মাধ্যম সাত গেরিলা যোদ্ধাকে তুলে ধরার চেষ্টা করেছি। ”

অবসকিওরের নতুন অ্যালবাম ‘ক্র্যাক প্লাটুন’-এর গানগুলো লিখেছেন অমিত গোস্বামী, মোস্তাফা মামুন, তানজিল রহমান, আবু মিল্টন হাসান ও সাইদ হাসান টিপু। এটি বাজারে আনছে সাউন্ডটেক।

বাংলাদেশ সময় : ১৭৪৪ ঘণ্টা, জুন ০৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।