ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

'রোদের বুকে' ফেরদৌস ওয়াহিদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, জুন ৬, ২০১৬
'রোদের বুকে' ফেরদৌস ওয়াহিদ ফেরদৌস ওয়াহিদ

পপসংগীতের জনপ্রিয় নাম ফেরদৌস ওয়াহিদ। দীর্ঘদিন ধরে সুরের জাদুতে মাতিয়ে রেখেছেন শ্রোতাদের।

এখনও দারুণ তারুণ্য নিয়ে গান করেন মঞ্চে। জনপ্রিয় এই গায়ক এবার বের করবেন নিজের ২৩ নম্বর একক অ্যালবাম। এর নাম রাখা হয়েছে 'রোদের বুকে'।  

সোমবার (৬ জুন) বিকেলে বাংলানিউজের সঙ্গে আলাপে ফেরদৌস ওয়াহিদ জানান, ২০১৩ সালে সবশেষ একক অ্যালবাম ‘মাধুরী’ বের করেন তিনি। সে হিসাবে তিন বছর বিরতির পর আসছে তার নতুন অ্যালবাম।  

এরই মধ্যে অ্যালবামের সব গান তৈরির কাজ সম্পন্ন হয়েছে। এগুলো লিখেছেন কবির বকুল, রবিউল ইসলাম জীবন ও ড. রাতিন। ‘রোদের বুকে’ প্রকাশ করবে নতুন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান এফএ মিউজিক।  

২৩ নম্বর অ্যালবামটি নিয়ে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘আমার পছন্দের কিছু গান থাকছে এখানে। পুরনো গায়কী ধরে রাখার চেষ্টা করেছি। ’ তিনি আরও জানান, ‘মানুষ যাকে বলে’ ও ‘আমায় ফিরিয়ে দিয়েছো’ নামে দুটি গানের ভিডিওচিত্র তৈরি করেছেন তিনি। আগামী ১০ রোজার মধ্যে এর মধ্যে একটি উন্মুক্ত করা হবে ইউটিউবে।  

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জুন ০৬, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।