ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

বিনোদন

দায়িত্বশীল দীপিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫১, জুন ১৫, ২০১৬
দায়িত্বশীল দীপিকা দীপিকা পাড়ুকোন

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের প্রচারণার দায়িত্বে থাকা সদস্যরা সম্প্রতি এক বৈঠকে যোগ দিতে মুম্বাইয়ের জুহু যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন। তাদের মধ্যে একটি মেয়ে গুরুতর আহত হয়।

তড়িঘড়ি কাছের একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। খবর পেয়েই সেখানে ছুটে আসেন দীপিকা।  

মেয়েটি মারাত্মকভাবে আঘাত পেয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। তাকে শান্ত রাখার পাশাপাশি সাহস জুগিয়েছেন দীপিকা। মেয়েটির চিকিৎসার সমস্ত খরচ বহন করছেন ৩০ বছর বয়সী এই অভিনেত্রী।

শুধু তা-ই নয়, ব্যক্তিগতভাবে বিভিন্ন চিকিৎসক ও বিশেষজ্ঞকে ফোন দিয়ে মেয়েটির চিকিৎসার ব্যাপারে তাদের মতামত নিয়েছেন দীপিকা। নিজের প্রচারণা দলের সবাইকে মেয়েটির পাশে থাকার নির্দেশও দিয়েছেন।

এদিকে সম্প্রতি হলিউডে নিজের প্রথম ছবি ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’-এর কাজ শেষ করেছেন দীপিকা।  

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।