ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শাকিবের ঠোঁটে অরিজিতের গাওয়া রবীন্দ্রসংগীত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
শাকিবের ঠোঁটে অরিজিতের গাওয়া রবীন্দ্রসংগীত শাকিব খান ও অরিজিৎ সিং, ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার পরান যাহা’ চায় গানটি বেশ প্রশংসা কুড়িয়েছিলো। দ্বিতীয়বারের মতো তিনি কণ্ঠে তুলেছেন কবিগুরুর গান।

গানটি থাকছে জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘শিকারী’ ছবিতে।  শাকিবের ঠোঁটেই থাকছে অরিজিতের গাওয়া রবীন্দ্রসংগীতটি।

গানটির ব্যাপারে শাকিব খান বাংলানিউজকে বলেন, ‘এটা একটা দারুণ কাজ হয়েছে। ছবিটি নানা দিক দিয়ে আলোচিত। বিশেষ করে এই রবীন্দ্রসংগীতের ব্যবহার নিয়েও আমি আনন্দিত। এমনটা আমার আগের ছবিতে দেখা যায়নি। দর্শকেরাও এটি উপভোগ করবেন। ’

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানান, অরিজিতের গাওয়া গানটি হলো- ‘মম চিত্তে নিতি নৃত্যে তা তা থৈ থৈ’। ছবির একটি দৃশ্যে শাকিব খানের ঠোঁটে পাওয়া যাবে এই গান। পারিবারিক অনুষ্ঠানে তিনি এটি পরিবেশন করবেন। এছাড়া ছবির জন্য একটি মৌলিক গানও গেয়েছেন অরিজিৎ।  

জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনায় ‘শিকারী’ মুক্তি পাচ্ছে আসছে ঈদে। এতে প্রথমবারের মতো শাকিবের নায়িকা হয়েছেন ওপারের শ্রাবন্তী। আর এর মধ্য দিয়েই দীর্ঘদিন পর (সবার উপরে তুমি’র পর) নতুন করে যৌথ প্রযোজনার ছবি করলেন শাকিব খান।
 
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।