আরেকটি মাইলফলকে পৌঁছে গেলেন ভারতের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। বর্ণাঢ্য অভিনয় জীবনে এবার ‘দ্য বিগ সিক’ নামে হলিউডের ছবিতে চুক্তিবদ্ধ হলেন তিনি।
মাইকেল শোয়ালটার পরিচালিত ছবিটিতে হলি হান্টার, জো ক্যান, রে রোমানো, কুমাইল নানজিয়ানি ও আদিল আখতারের মতো হলিউড তারকাদের সঙ্গে পর্দা ভাগাভাগি করবেন অনুপম। পাকিস্তানে জন্ম নেওয়া আমেরিকান স্ট্যান্ডআপ কমেডিয়ান নানজিয়ানি ও মার্কিন লেখিকা ও টিভি প্রযোজক এমিলি ভি গর্ডনের সম্পর্ক নিয়ে এর গল্প। এতে কুমাইল নানজিয়ানির বাবার ভূমিকায় দেখা যাবে অনুপমকে। ছবিটি প্রযোজনা করছেন জুড অ্যাপাটো।
অনুপম খের এখন নিউইয়র্কে। ৫০০তম ছবি প্রসঙ্গে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে ৬১ বছর বয়সী এই অভিনেতা ফোনে বলেছেন, ‘৫০০ ছবিতে কাজ করে ৩২ বছরের পথচলাটা চমৎকার লেগেছে। আমার জীবন কেমন ছিলো এতেই তা বোঝা যায়। ৫০০তম ছবি হলিউডের হওয়ায় আমি খুশি। তার মানে এই নয় যে, হিন্দি ছবি হলে ব্যাপারটা আমার কাছে গুরুত্ব পেতো না। হিন্দি ছবিতে প্রচুর কাজ করেছি। এখন নতুন পথে বেশি থাকতে চাই। ৫০০তম ছবি হলিউডে হওয়াটা ঘটনাক্রমে ঘটেছে। ’
৫০০তম ছবির মাইলফলক স্পর্শ করায় অনুপম খেরকে ভিডিও বার্তায় অভিনন্দন জানিয়েছেন হলিউডের বর্ষীয়ান অভিনেতা রবার্ট ডি নিরো। ভিডিওটি শেয়ারও করেছেন অনুপম। ডি নিরো বলেন, ‘৫০০তম ছবি পূর্ণ করায় অভিনন্দন। এতোসংখ্যক কাজ করাটা বিস্ময়কর ব্যাপার। আমেরিকায় ৯৫টি ছবিতে অভিনয় করেছি আমি। কিন্তু ৫০০টি ছবি অবিশ্বাস্য!’
এদিকে ৫০০তম ছবিটি বিনোদন অঙ্গনে ক্যামেরার পেছনের সেইসব কলাকুশলীদের উৎসর্গ করেছেন অনুপম খের, যাদের কথা কখনও সামনে আসে না। তাদের অনেকের নামও জানে না কেউ। তিনি বলেছেন, ‘আমার ক্যারিয়ারে অনেক মানুষের গুরুত্বপূর্ণ অবদান আছে। প্রযোজক ও পরিচালকরা আমাকে কাজ দিয়েছেন। কিন্তু ৩২ বছরের অর্জন আমাদের বিনোদন শিল্পের স্পটবয়, টেকনিশিয়ান, সহকারী চিত্রগ্রাহক, রূপসজ্জাকর, পোশাক সহকারীদের মতো নেপথ্যের কর্মীদের উৎসর্গ করছি। ’
৩২ বছর আগে মহেশ ভাট পরিচালিত প্রশংসিত ছবি ‘সারাংশ’র (১৯৮৪) মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন অনুপম খের। ন্যাশনাল স্কুল অব ড্রামার (এনএসডি) এই প্রাক্তন ছাত্রের বয়স তখন ২৮ বছর। এতে পুত্রকে হারানো অবসরপ্রাপ্ত মধ্যবিত্ত পুরুষের চরিত্রে দেখা গেছে তাকে। এরপর তিনি অভিনয় করেছেন ‘তেজাব’, ‘রাম লক্ষ্মণ’, ‘চাঁদনি’, ‘১৯৪২: অ্যা লাভ স্টোরি’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘হাম আপকে হ্যায় কৌন...!’, ‘বেন্ড ইট লাইক বেকহাম’, ‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিস’ এবং ‘দ্য মিসট্রেস অব স্পাইস’-এর মতো ছবিতে। দুইবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অনুপম খের মঞ্চনাটক আর টেলিভিশনেও কাজ করেছেন। তিনি এখন অ্যাক্টর প্রিপেয়ারস নামের একটি ইনস্টিটিউট চালান। এখানে অভিনয় শিক্ষক হিসেবে পাওয়া যায় তাকে।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
বিএসকে/জেএইচ