ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কানাডায় পুরস্কৃত বাংলাদেশের ‘দ্য হাউস’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
কানাডায় পুরস্কৃত বাংলাদেশের ‘দ্য হাউস’ ফরিদুর রেজা সাগর

শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের কাহিনি নিয়ে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য ছবি ‘দ্য হাউস’। আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হয়েছে এটি।



এরই ধারাবাহিকতায় চলতি বছরের দক্ষিণ এশীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মাননা পেয়েছে অরুণ চৌধুরী পরিচালিত ‘দ্য হাউস’।

গত ২২ থেকে ২৭ মে কানাডায় অনুষ্ঠিত হয় এই উৎসব। বাংলাদেশসহ বিশ্বের ৩৩টি ভাষায় ৭৫টি ছবির প্রদর্শনী হয় এখানে।

উৎসবে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ দেন নির্মাতা মোরশেদুল ইসলাম ও অরুণ চৌধুরী। কলকাতা থেকে অংশ নেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, পরিচালক অরিন্দম শীল, সম্রাট চক্রবর্তী।

‘দ্য হাউস’ ছবিতে অভিনয় করেছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, শম্পা রেজা, রাইসুল ইসলাম আসাদ, মাহমুদ সাজ্জাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, জুন ১৫, ২০১৬

এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।