জনপ্রিয় সংগীতশিল্পী তপু সাধারনত নিজের কথা ও সুরেই গান করেন। নিজের বাইরে প্রিন্স মাহমুদের সুরে গেয়েছেন হাতে গোনা কয়েকটি গান।
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে তপু বাংলানিউজকে বলেন, ‘জিয়া ভাই দীর্ঘদিন ধরে সংগীত নিয়ে কাজ করছেন। এই গানটির সুর আমার ভীষন ভালো লেগেছে, তাই গেয়েছি। আশা করি, শ্রোতাদেরও ভালো লাগবে। ’
তপুর গাওয়া ‘ও মন তুই’ গানটির রেকর্ডিং সম্প্রতি শেষ হয়েছে। এটি থাকছে জিয়া খানের সুরে ‘ছায়া শরীরী’ অ্যালবামে। সব গানের সংগীতায়োজন করেছেন পাভেল আরিন।
সুরকার জিয়া খান জানান, অ্যালবামের টাইটেল গান ‘ছায়া শরীরী’ গেয়েছেন আইয়ুব বাচ্চু। দীর্ঘদিন পর অন্যের সুরে গাইলেন তিনি। আইয়ুব বাচ্চু ও তপুর পাশপাশি এতে আরও গেয়েছেন বালাম, রুপম ইসলাম, রাঘব চট্টোপাধ্যায়, কোনাল ও জিয়া খান। গানগুলো লিখেছেন অনুরূপ আইচ, এম এস রানা, রবিউল ইসলাম জীবন, মোস্তফা কামাল লোটন ও কলকাতার সৌমিক দাস। ঈদ উপলক্ষে জি সিরিজের ব্যানারে বাজারে আসবে এটি। কয়েকদিনের মধ্যে বড় আয়োজনে ‘ছায়া শরীরী’র মোড়ক উন্মোচন করা হবে বলে জানান জিয়া।
অন্যদিকে তপু জানান, ঈদে তাকে আর কোনো নতুন গানে পাওয়া যাবে না। তবে ভক্তদের উপহার দেবেন একটি মিউজিক ভিডিও। ‘পাশে থাকবে কী’ শিরোনামের গানটির ভিডিও প্রস্তুত। গানটিতে তপুর সহশিল্পী ইভা। প্রিন্স মাহমুদের ‘খেয়ালপোকা’ অ্যালবামের গান এটি।
সংগীতশিল্পী তপু এখন পর্যন্ত চারটি একক অ্যালবাম প্রকাশ করেছেন। এগুলো হলো- ‘সে কে’, ‘বন্ধু ভাবো কি’, ‘আর তোমাকে’ ও ‘দেখা হবে হলে’। ‘এক পায়ে নূপুর’সহ ব্যতিক্রমী কয়েকটি জনপ্রিয় গান দিয়ে আলোচনায় আসেন তিনি।
বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
এসও