নাটকের দৃশ্যে অপর্ণা ঘোষ ও নাঈম
প্রাণহীন রাজধানী শহর। এর বেশ দূরে সন্ধ্যাতারা নামক ছোট শহরে থাকেন দীপক ইসলাম ।
তার কাজ ছবি আঁকাআঁকি। রংয়ের ভুবনে বিচরন করলেও তার প্রাণ রংহীন। কারণ একাকীত্ব। ঢাকায় থাকা ছেলে অর্ক আর তার মাঝে বিশাল এক দেয়াল। দীপক ইসলামের হঠাৎ অসুস্থতা বদলে দেয় অনেক কিছু। চিকিৎসক ছুটির সাথে ছেলে অর্কের আকস্মিক পরিচয় ও রসায়ন গড়ে উঠে। সন্ধ্যাতারা নামক ছোট শহরে তিনটি মানুষের বোঝাপড়ার গল্প নিয়ে নাটক ‘শহর থেকে দুরে’।
বিশ্ব বাবা দিবস উপলক্ষে তৈরি হয়েছে নাটকটি। এতে বাবার চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, তার ছেলের ভূমিকায় আছেন নাঈম আর চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে অপর্ণা ঘোষকে।
‘শহর থেকে দুরে’ রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শাহাদাত হোসেন মজুমদার। শুক্রবার (১৭ জুন) রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে নাটকটি।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
এসও
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।