ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

‘প্রীতিলতা’ ছবির আয়ের অংশ যাবে ট্রাস্টে 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪০, জুন ২৭, ২০১৬
‘প্রীতিলতা’ ছবির আয়ের অংশ যাবে ট্রাস্টে 

ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে আত্মাহুতি দানকারী প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতার জীবনী নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র 'প্রীতিলতা'। এবার এর সঙ্গে যুক্ত হয়েছে তার নামে প্রতিষ্ঠিত প্রীতিলতা ট্রাস্ট।

ছবিটি নির্মাণে সহযোগিতা করবে সংগঠনটি। পাশাপাশি ছবি থেকে আয়ের একটি অংশ যাবে ট্রাস্টের উন্নয়নমূলক কাজে।  

প্রীতিলতা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পঙ্কজ চক্রবর্তী জানান, প্রীতিলতার জীবনের নানা তথ্য-উপাথ্য ও রেফারেন্স দিয়ে প্রতিষ্ঠানটি চলচ্চিত্র টিমকে সহযোগিতা করবে। 'প্রীতিলতা'র নির্বাহী প্রযোজক রঞ্জু চৌধুরী জানান, ছবিটি থেকে যে আয়ের দশ ভাগ প্রীতিলতা ট্রাস্টের উন্নয়ন কাজে দেওয়া হবে।  

গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে ‘প্রীতিলতা’ নির্মাণ করবেন রাশিদ পলাশ। ছবির কস্টিউম ডিজাইন করবেন আন্তর্জাতিক ফ্যাশন আইকন বিবি রাসেল। পাত্র-পাত্রী চূড়ান্ত করে সেপ্টেম্বর নাগাদ ছবিটির শুটিং শুরু হবে।  

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।