বাংলাদেশের আনাচে-কানাচে ও বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রকতারকা জেমসের ভক্তরা বিচ্ছিন্নভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাদের একত্র করার লক্ষ্যে চালু হলো ‘জেমস ফ্যান ক্লাব’।
এদিন ঢাকার ইস্কাটনের একটি রেস্তোরাঁয় সারাদেশ থেকে ভক্তরা জড়ো হন। এখানে জেমসকে নিয়ে নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করেন গায়ক হাসান, সংগীতশিল্পী মানাম আহমেদ, টিংকু আজিজুর রহমান, গীতিকার কবির বকুল, শফিক তুহিন, কণ্ঠশিল্পী জয় শাহরিয়ার, নগরবাউলের প্রাক্তন ড্রামার ফান্টি ও বর্তমান ড্রামার জিমি, বাংলানিউজের স্পেশাল করেসপন্ডেন্ট জনি হক, সংবাদকর্মী এনাম সরকার ও মনজুর কাদের।
অতিথিরা তাদের বক্তব্যে জেমসের গানের গীতিকবিতা, গায়কী, তাকে ঘিরে ভক্তদের উন্মাদনা, সংগীতাঙ্গনে তার অবদান, দেশের প্রথম রকতারকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়, দেশের গন্ডি পেরিয়ে বলিউড জয়সহ নানান বিষয় তুলে ধরেন। তাদের পাশাপাশি কয়েকজন ভক্তও অনুভূতি ব্যক্ত করেন। সব মিলিয়ে এখানে প্রায় ৭০ জন ভক্ত জড়ো হন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নগরবাউল ব্যান্ডের বিজনেস ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন। তিনি জানান, জেমস এখন আমেরিকায় অবস্থান করছেন। এ কারণে ফ্যান ক্লাব ঘোষণার আয়োজনে তিনি সশরীরে থাকতে পারেননি। তবে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। ঈদের পর ক্লাবের কমিটি গঠনের অনুষ্ঠানে তিনি থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
এরই মধ্যে জেমস ফ্যান ক্লাবের কয়েকটি লক্ষ্য ও উদ্দেশ্য চূড়ান্ত করা হয়েছে। ভক্তদের পক্ষ থেকে জেমসের ভক্ত প্রিন্স জানান, আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে জেমস ফ্যান ক্লাব। এসব কার্যক্রমের মধ্যে থাকছে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের পরিবেশ রক্ষায় সবুজায়নের পক্ষে কাজ করা, শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়ন, অটিজম শিশু ও সুবিধাবঞ্চিত ছিন্নমূল পথশিশুদের সার্বিক উন্নয়ন, নারী নির্যাতন, ইভটিজিং ও সামাজিক অবক্ষয় প্রতিরোধের জন্য প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা, সুবিধাবঞ্চিত সহায়সম্বলহীন বয়োবৃদ্ধদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং দেশে ও বহির্বিশ্বে বাংলা গানের সম্মানজনক প্রচার-প্রসারে কাজ করা।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
জেএইচ