‘‘আমার বান্ধবীর বাড়িতে একটা বুয়া ছিলো। ওর স্বামী প্রতিদিন ওকে মারতো।
মঙ্গলবার (২৮ জুন) দুপুরে ঢাকার কাওরান বাজারে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পুল ক্যাফেতে মাহফুজ ও শমীর মধ্যে এসব কথোপকথন শোনা গেলো। ‘শেষের পরে’ নামের একটি নাটকের সংলাপ আওড়াচ্ছেন তারা। ইফফাত আরেফীন মাহমুদ তন্বীর রচনা ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় এটি জিটিভিতে ঈদের দ্বিতীয় দিন রাত ৮টায় প্রচার হবে। এতে আরও অভিনয় করছেন নাজিরা মৌ ও ব্যাংকার আজম খান।
‘শেষের পরে’র মাধ্যমে এক বছর পর আবার একসঙ্গে অভিনয় করছেন মাহফুজ ও শমী জুটি। তাদেরকে সবশেষ চয়নিকা চৌধুরীরই ‘অনুমতি প্রার্থনা’ টেলিছবিতে দেখা গেছে। নতুন নাটকে অ্যাডভোকেট জাবির চরিত্রে মাহফুজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা সাজিয়ার ভূমিকায় অভিনয় করছেন শমী।
আরেকটি দৃশ্যের কাজ শুরুর আগে আয়নায় সাজগোজ দেখে নিলেন শমী কায়সার। এরপর সংলাপ আওড়ালেন মাহফুজের দিকে তাকিয়ে, ‘আচ্ছা আপনি আমার স্বামীর পক্ষ নিচ্ছেন কেনো?’ মাহফুজ বলে উঠলেন, ‘কারণ আমি চাই না কোনো ঘর ভাঙুক। আমি চাই, আপনি আপনার স্বামীর অনুভূতিটা বুঝুন। ' শমী একটু দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলে উঠলেন ‘আমার স্বামীর কি আমার অনুভূতিটা বোঝা উচিত না?' এই হলো ‘শেষের পরে’র নাটকের সাত নম্বর দৃশ্য। মাহফুজ ও শমী ভেতরে চলে গেলেন পরের দৃশ্যের জন্য প্রস্তুত হতে।
‘শেষের পরে’ প্রসঙ্গে পরিচালক চয়নিকা চৌধুরী বাংলানিউজকে বললেন, ‘এটি একটি পরিণত প্রেমের গল্প। এখানে কেউ কাউকে বলে না ভালোবাসি। কিন্তু তারা বুঝতে পারে একে অন্যকে কতোটা ভালোবাসে। একটি সম্পর্ক ভেঙে যাওয়ার আগেই কীভাবে জোড়া লাগে তা নাটকটিতে ফুটিয়ে তোলা হবে। তবে এটি একটি সময়পোযোগী নাটক। আমি নিশ্চিত এটি দেখার পর অনেকেই তাদের ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগানোর উৎসাহ পাবেন, সম্পর্ককে মুল্যায়ন করতে পুনরায় আবার ভাববেন। শেষের পরেও যে আবার নতুনভাবে শুরু করা যায়, এ নাটকে সেই বক্তব্যই তুলে ধরা হয়েছে। ’
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
জেএমএস/জেএইচ