ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কলরবের ‘সাল্লি আলা মুহাম্মাদ’ (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
কলরবের ‘সাল্লি আলা মুহাম্মাদ’ (ভিডিও)

ইসলামি সংগীতাঙ্গনে নিত্যনতুন চমক আনছে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরব। এ ধারাবাহিকতায় এবারের রমজান উপলক্ষে তাদের বিশেষ নিবেদন ‘সাল্লি আলা মুহাম্মাদ’।

 

করলবের শিল্পীদের কণ্ঠে এ গানের ভিডিওর ট্রেলার ইউটিউবে প্রকাশ হওয়ার পর থেকেই ইসলামি সংগীতপ্রেমী শ্রোতাদের নজর কাড়ে। তাই ‘সাল্লি আলা মুহাম্মাদ’-এর পুরো ভিডিও প্রকাশের পর এক সপ্তাহে সংগীতটি দেখা হয়েছে ১ লাখ বারেরও বেশি। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষাধিক মানুষ উপভোগ করেছেন এটি।  দেশীয় ইসলামি গানের ভিডিওর বেলায় এই অর্জন  বিরল। এর আগে কলরবের ‘চলার পথে’ গানটিও সাড়া ফেলেছিলো।

নবীজীকে নিবেদিত গানটির কথা শ্রোতাকে আকৃষ্ট করেছে। এর ভিডিওতে বিস্তৃত সবুজ আর বিশাল বাগানবাড়ি দর্শকদের আকৃষ্ট করেছে।  

গানটি লিখেছেন সাইফ সিরাজ। কণ্ঠ দিয়েছেন আবু রায়হানসহ কলবের কিশোর শিল্পীরা। সাউন্ড ডিজাইনে ছিলেন মীর মাসুম। ভিডিও নির্দেশনা দিয়েছেন ইয়ামিন ইলান। গানটি ‘সাল্লি আলা মুহাম্মাদ’ অ্যালবামের টাইটেল সং। পুরো অ্যালবামটি বাজারে এসেছে মঙ্গলবার (২২ রমজান)।

‘সাল্লি আলা মুহাম্মাদ’ সুর করেছেন কলরবের যুগ্ম নির্বাহী পরিচালক মুহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, ‘‘এ গানে রাসুল সা.-এর আগমনপূর্ব, অবস্থানকালীন সময় ও মহাপ্রয়াণের পরের অবস্থাকে সংক্ষেপে তুলে ধরা হয়েছে। ভিডিওগ্রাফিতে আমরা সম্প্রীতি, সহযোগিতা, সহমর্মিতা ও ইবাদত এই চারটি আদর্শ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ’’

* ‘সাল্লি আলা মুহাম্মাদ’ গানের ভিডিও :

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।