ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

বিনোদন

লালগালিচায় মৃত সেজে শুয়ে থাকা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৫, জুলাই ৪, ২০১৬
লালগালিচায় মৃত সেজে শুয়ে থাকা!

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সুইস আর্মি ম্যান’ ছবির প্রিমিয়ারে মজার ঘটনাটা ঘটালেন হলিউড অভিনেতা ড্যানিয়েল র‌্যাডক্লিফ। এখানে এসেই মরে পড়ার মতো শুয়ে থাকলেন ২৬ বছর বয়সী এই ব্রিটিশ তারকা! 

র‌্যাডক্লিফ পরেছিলেন নৌবাহিনীর ইউনিফর্মের রঙের মতো গাঢ় নীল স্যুট।

আলোকচিত্রীদের সামনে দাঁড়িয়ে থাকার চেয়ে নিজের অভিনীত চরিত্রের ভেতর ঢুকে মরে যাওয়ার মতো লালগালিচায় শুয়ে পড়লেন ‘হ্যারি পটার’ তারকা। খবর ইউএস ম্যাগাজিন ডটকমের।

ছবিটিতে মৃত ব্যক্তি ম্যানির ভূমিকায় অভিনয় করেছেন র‌্যাডক্লিফ। সেজন্যই তার এই অভিনয়। গল্পে মৃত ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় মরু-এলাকায় আটকে পড়া আশাহীন তরুণ হ্যাঙ্কের। এ চরিত্রে অাছেন মার্কিন অভিনেতা পল ড্যানো।  

এ বছরের শুরুতে সানড্যান্স চলচ্চিত্র উৎসবে ড্যান কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট পরিচালিত ‘সুইস আর্মি ম্যান’-এর উদ্বোধনী প্রদর্শনী হয়। এটি মুক্তি পেয়েছে গত ১ জুলাই।  

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।