ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

বিনোদন

আমির-মাধুরীর ‘দিল’ ছবির সিক্যুয়েল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৮, জুলাই ১০, ২০১৬
আমির-মাধুরীর ‘দিল’ ছবির সিক্যুয়েল

সুপারস্টার আমির খান ও মাধুরী দীক্ষিত অভিনীত বলিউডের সুপারহিট ছবি ‘দিল’ ১৯৯০ সালে মুক্তির পর তৈরি হয়েছিলো উন্মাদনা। তাদের জাদুকরি রসায়ন সব বয়সী দর্শকের মন জয় করেছিলো।

এটি দু'জনের ক্যারিয়ারেই মাইলফলক হয়ে আছে। ভক্তদের জন্য দারুণ খবর হলো, চলতি বছরেই এর সিক্যুয়েল তৈরি হতে যাচ্ছে।

বার্তা সংস্থা আইএএনএস জানিয়েছে, ‘দিল’-এর পরিচালক ইন্দ্র কুমার তার হিট ছবির নতুন কিস্তি নির্মাণের পরিকল্পনা করেছেন। তিনি বলেছেন, ‘আমরা এ বছরেই চিত্রায়ন শুরু করবো। এ নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। ‘দিল’ আমার হৃদয়ের ছবি। আমরা অভিনয়শিল্পী নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছি। আগের ছবিটি সফল হয়েছিলো, তাই দর্শকদের আশাহত করতে চাই না। নতুন পর্বটিকে করে তুলবো বিশেষ। আমি একটি প্রেমের ছবি বানাতে চাই। ’

এদিকে ইন্দ্র কুমার পরিচালিত ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’ মুক্তির অপেক্ষায় আছে। এটি হলো ‘মাস্তি’ সিরিজের তৃতীয় কিস্তি। এতে অভিনয় করেছেন বিবেক ওবেরয়, রিতেশ দেশমুখ, আফতাব ও উর্বশী রাউতেলা।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।