ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

বিনোদন

গুলশান ট্র্যাজেডি নিয়ে কেট হাডসনের কবিতা

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৬, জুলাই ১১, ২০১৬
গুলশান ট্র্যাজেডি নিয়ে কেট হাডসনের কবিতা কেট হাডসন

গুলশান ট্র্যাজেডিসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে আবেগঘন কবিতা লিখেছেন হলিউড অভিনেত্রী কেট হাডসন। এসব ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেই আকাঙ্ক্ষার কথা জানাতেই কলম ধরেছেন তিনি।

ইনস্টাগ্রামে এটি শেয়ার করেছেন ‘অলমোস্ট ফেমাস’ তারকা।

গত ১ জুলাই রাতে গুলশান ২-এর ৭৯ নম্বর সড়কে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসীরা বাংলাদেশসহ বিভিন্ন দেশের ২০ জনকে নৃশংসভাবে হত্যা করে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ ব্যক্তি অ্যাল্টন স্টার্লিং ও ফিলান্ডো ক্যাস্টিল নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে আড়াল থেকে ছোঁড়া গুলিতে পাঁচ পুলিশ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ পুলিশ।

কবিতায় বাংলাদেশে হামলা, স্টার্লিং, ক্যাস্টিল, অরল্যান্ডোর নাইট ক্লাবে হত্যাকাণ্ড, ডালাসে পুলিশের ওপর গুলিবর্ষণ এবং বিশ্বজুড়ে সন্ত্রাসী হামলার কথা বিশেষভাবে তুলে ধরেছেন কেট। কবিতার ক্যাপশনে ৩৭ বছর বয়সী এই তারকা লিখেছেন, ‘গত কয়েক মাসের বেশকিছু ঘটনা আমাদের মনকে বিমর্ষ করে ফেলেছে। অ্যাল্টন স্টার্লিং ও ফিলান্ডো ক্যাস্টিল থেকে শুরু করে অরল্যান্ডো ও ডালাসে হত্যাকান্ড, বাংলাদেশ, ইস্তাম্বুল, বাগদাদ ও সোমালিয়ায় সন্ত্রাসী হামলার ঘটনা বেদনাদায়ক। ’

হাডসন আরও লিখেছেন, ‘প্রতিদিনই বিশ্বব্যাপী সহিংসতা চলছে। কোনো কোনো ঘটনার কথা হয়তো আমরা জানিই না। অনর্থক মানুষ হত্যা ও ঘৃণার এমন নজির বাকরুদ্ধ করে দেয় আমাদের। এর কারণ খুঁজে না পেয়ে লিখতে শুরু করলাম। সাধারণত আমার লেখা প্রকাশ্যে আনি না। কিন্তু এখনকার পরিস্থিতিতে শান্তির জন্য লেখাগুলো শেয়ার করার ইচ্ছা হলো। ’

কেট হাডসনের কবিতার কয়েকটি লাইন এমন- 
‘হোয়েন দ্য সিলভার ড্রপস হু উইনস/শট ইন দ্য ডার্ক
হোয়াই, উই কান্ট লেট ফিয়ার রুল
ফর দেন উই আর ঠু রেসপনসিবল ফর অ্যা ওয়ার্ল্ড সো ক্রুয়েল
ফিয়ার ইজ হু টেকস দ্য শট ইন দ্য ডার্ক
অ্যান্ড উই মাস্ট স্টপ সিটিং ব্যাক অ্যান্ড ওয়াচিং দিজ সিলভার ড্রপ... 

সাম্প্রতিক ট্র্যাজেডিগুলো নিয়ে তারকারা শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়ে আসছেন। কেট হাডসনের আগে এ নিয়ে কথা বলেছেন গায়িকা জেনিফার লোপেজ, বিয়ন্সে, র‌্যাপার জে-জি, লিন ম্যানুয়েল-মিরান্ডা, মাইকেল বি জর্ডান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।