ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

বিনোদন

দুই তিশার সঙ্গে নিশো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৩, জুলাই ১১, ২০১৬
দুই তিশার সঙ্গে নিশো

দুজনের পরিচিতি তিশা নামে। একজন নুসরাত ইমরোজ তিশা, অন্যজন তানজিন তিশা।

 তাদের একসঙ্গে দেখা যাবে ঈদের একটি নাটকে। দুই তিশার বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো।

‘রোমান্টিক সিনড্রোম’ নামের এই নাটকটির গল্পে দেখা যাবে, অনিকের (আফরান নিশো) সঙ্গে প্রেম করে বিয়ে হয়েছিলো কুসুমের (নুসরাত ইমরোজ তিশা)। আজকাল কুসুমের অনেক অভিযোগ-অভিমান অনিককে ঘিরে। কুসুমের প্রতিও কিছু আক্ষেপ রয়েছে অনিকের। তার মনে হয়, কুসুম তাকে গুরুত্ব না দিয়ে তার সংসার, টিভি সিরিয়াল ও ফেসবুক নিয়েই বেশি ব্যস্ত। এর মধ্যে অফিসের কাজে অনিককে যেতে হয় ঢাকার বাইরে। সেখানে গিয়ে ওঠে বন্ধু রঞ্জুর (সাঈদ বাবু) বাড়িতে। রঞ্জু চুপচাপ, সাধাসিধে। কিন্তু তার স্ত্রী জেরিন (তানজিন তিশা) সম্পূর্ণ উল্টো। ইতোমধ্যে অনিকের সঙ্গে জেরিনের বন্ধুত্ব জমে ওঠে। তারা একসঙ্গে ছবি তুলে ফেসবুকে দেয়। শুরু হয় অন্য গল্প।

‘রোমান্টিক সিনড্রোম’ নিয়ে পরিচালক গোলাম সোহরাব দোদুল বাংলানিউজকে বললেন, ‘এক দম্পতির খুঁটিনাটি প্রেম ও অভিযোগ-অনুযোগ নিয়ে মূলত গল্পটি। ’

এনটিভিতে ঈদের ষষ্ঠদিন মঙ্গলবার (১২ জুলাই) দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচার হবে ঈদের ‘রোমান্টিক সিনড্রোম’।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ১১ জুলাই, ২০১৬
জেএমএস/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।