ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘গহনযাত্রা’য় উগ্রপন্থীদের গল্প 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
‘গহনযাত্রা’য় উগ্রপন্থীদের গল্প 

উগ্রপন্থা অনুসারীরা বিপরীত সব মতবাদ প্রত্যাখ্যান করে শুধুমাত্র একটি মতবাদকেই প্রতিষ্ঠা করতে চায়। এ জন্য তারা চালায় ধ্বংসলীলা, বইয়ে দেয় রক্তগঙ্গা, হত্যা করে অগণিত মানুষ, ধর্ষিত হয় অসংখ্য নারী।

ভিন্ন মতাদর্শের এক ক্ষুদ্র সম্প্রদায়ের মানুষদের তারা ধরে নিয়ে বন্দি করে রাখে।  

এদিকে বন্দিদশা থেকে পালাতে চায় অনেকে। কিন্তু মারা পড়ে তারা। শুধু একজন বেঁচে যায়। তার নাম সালমা। সে ফেরে খোলা প্রান্তরে পড়ে থাকা লাশগুলো সমাহিত করবে বলে। এটি নতুন নাটক ‘গহনযাত্রা’র কাহিনি। অচিরেই মঞ্চে আসছে নাটকটি।  

পদাতিক নাট্য সংসদ টিএসসির জন্য রুবাইয়াৎ আহমেদের লেখা ‘গহনযাত্রা’ নাটকটি নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। নাটকটিতে একক অভিনয় করছেন শামছি আরা সাইকা।

জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে সোমবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টায় নাটকটির কারিগরি ও প্রেস শো অনুষ্ঠিত হবে। এতে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন। চলতি মাসের শেষ দিকে ‘গহনযাত্রা’র উদ্বোধনী প্রদর্শনী হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।