নাগরিক নাট্যাঙ্গনের ২০তম প্রযোজনা ‘গহর বাদশা ও বানেছা পরী’ প্রশংসিত একটি নাটক। মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির ১৫তম মঞ্চায়ন হবে।
নাটকটির নির্দেশক হৃদি হক জানান, দক্ষিণাঞ্চলের লোকগাঁথা অবলম্বনে পালাটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন তিনি। সেই সঙ্গে বানেছা পরী চরিত্রে অভিনয়ও করেছেন হৃদি। বিশ্বিং বাদশার চক্রান্তে গিলামাইট বনে গহর বাদশার দুর্দশা ও বানেছা পরীর সঙ্গে তার প্রেমের আখ্যান নিয়ে এগিয়েছে নাটকটির গল্প।
৫০ জনের একটি দল এ নাটকে কাজ করছেন। নাটকটির কোরিওগ্রাফি করেছেন নৃত্যশিল্পী ওয়ার্দা রিহ্যাব। সংগীত পরিচালনা করছেন কামরুজ্জামান রনি। সেট পরিকল্পনায় রয়েছেন সাজু খাদেম। আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান।
২০১৫ সালের ১৭ নভেম্বর জাতীয় নাট্যশালায় ‘গহর বাদশা ও বানেছা পরী’র উদ্বোধনী মঞ্চায়ন হয়।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
এসও