ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সুসময় চলে যাবে বলে ব্যবসায় সানি লিওন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
সুসময় চলে যাবে বলে ব্যবসায় সানি লিওন

বলিউড অভিনেত্রী সানি লিওন এখন তুমুল ব্যস্ত। একের পর এক চলচ্চিত্রে কাজ করে যাচ্ছেন।

তবে এ অবস্থা যে চিরদিনই থাকবে তা কিন্তু নয়। তিনি নিজেই সেই আশঙ্কার কথা জানালেন।  

২০১১ সালে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর পঞ্চম আসরে অংশ নিয়ে ভারতে পরিচিতি পান সানি লিওন। পরের বছর ‘জিসম টু’ ছবির মাধ্যমে বলিউড অভিষেক হয় তার।

সানি লিওন মনে করেন, বিনোদন অঙ্গনের সঙ্গে যুক্ত প্রত্যেকেরই উচিত শাখাবিস্তার করা। মানে অন্য কোনো কিছু নিয়েও ভাবা। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে ৩৫ বছর বয়সী এই তারকা বলেছেন, ‘আমার কথা যদি বলি, ছবিই সবকিছু নয়। তবে আমাদের দুর্ভাগ্য, এখানেই বেশিরভাগ সময় থাকতে হয়। সফল ব্যবসায়ী অথবা বিনোদন ব্যক্তিত্ব হতে চাইলে যতোটা সম্ভব বিভিন্ন দিকে নিজেকে ছড়িয়ে দিতে হবে। ’ 

‘মাস্তিজাদে’ তারকা আরও বললেন, ‘আমি সারাজীবন ছবি করবো না। এটা হতেই পারে না। ক্যারিয়ার বেশিদিন টেকে না। সবচেয়ে বড় প্রশ্ন হলো, তারপর কী হবে?’

বলিউডে অভিষেকের পর ‘জ্যাকপট’, ‘রাগিনি এমএমএস টু’, ‘এক পাহেলি লীলা’র মতো ব্যবসাসফল ছবিতে অভিনয় করেছেন সানি লিওন। সম্প্রতি সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে ‘রায়ীস’-এর আইটেম গানে নেচেছেন। তাকে সবশেষ দেখা গেছে ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ ছবিতে। সামনে মুক্তি পাবে তার ‘বেঈমান লাভ’।

আগামীতে যতো সুযোগ আসবে সবই কাজে লাগাতে চান সানি লিওন। ভবিষ্যতে কাজ পাবেন কি পাবেন না তা ভেবে ভীত নন তিনি। তার ভাষ্য, ‘এটা ভয় নয়, এটাই বাস্তব। ভালো অবস্থানে থাকলে মনে হয় এভাবেই কাটবে চিরটাকাল। তখন প্রচুর ভালো প্রস্তাবও আসে। আমার কাছেও আসছে, এজন্য আমি ভাগ্যবতী। এখন সবকিছুই অসাধারণ যাচ্ছে। ’

যোগ করে সানি লিওন বলেন, ‘এখন যে টাকা রোজগার করছি তা জমিয়ে বড় কোনো খাতে বিনিয়োগ না করলে বোকামিই হবে। যে বিনিয়োগ আমার এখনকার অবস্থানের চেয়েও মজবুত ভিত্তি গড়ে দেবে। ’

সানি লিওনের অনলাইন অ্যাপভিত্তিক গেম ও তার লেখা ছোটগল্পের বইও আছে বাজারে। এবার সুগন্ধি ব্যবসায় নেমেছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। তার সুগন্ধি ‘লাস্ট’ এরই মধ্যে বাজারে এসেছে। এ সিদ্ধান্ত আবেগতাড়িত নয় জানিয়ে তিনি বলেন, ‘আমি ও আমার স্বামী খুব হিসেবী। আমরা হিসেব করে ঝুঁকি নিই, বিনিয়োগ করি। কোনো কিছুই আবেগপ্রবণ হয়ে করি না। কোনটা ভালো হবে তা ভেবেই সিদ্ধান্ত নিই। সেক্ষেত্রে সুগন্ধি বাজারে আনাটা যুতসই ব্যবসা মনে হয়েছে আমাদের। ’

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।