এশিয়ার শীর্ষ বিজ্ঞাপন নির্বাচিত হলো ‘নর বাংলাদেশ-রমজানের মর্ম’। জুন মাসে সবচেয়ে বেশি শেয়ার হয়েছে এমন দশটি বিজ্ঞাপনের তালিকায় এক নম্বরে আছে এটি।
নির্মাতা রেদওয়ান রনি বুধবার (১৩ জুলাই) সন্ধ্যায় এ খবর দেন। তিনি বলেছেন, ‘ছবি মুক্তির পর হঠাৎ বিজ্ঞাপন নির্মাণ শুরু করেছি। শুরুর দিকে এরকম খবরে আমি উৎসাহিত। ধন্যবাদ রানআউট ফিল্মস, অ্যাডকম লিমিটেড ও ইউনিলিভার বাংলাদেশ। ’
বিজ্ঞাপনটিতে মডেল হয়েছেন অভিনেত্রী আয়শা মনিকা, দিলশানসহ অনেকে। রমজানে নর ও পিউরইটের আয়োজনে সুবিধাবঞ্চিত মানুষদেরকে ঢাকায় ইফতার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করার খবর জানাতে এটি তৈরি হয়।
গল্পে দেখা যায়, পুত্র প্রথমবার রোজা রাখায় উচ্ছ্বসিত মা। তাই মা-ছেলে মিলে ইফতারসামগ্রী কিনে রিকশায় চড়ে ঘরে ফিরছেন। মা জোরে চালানোর জন্য তাগাদা দিলে বৃদ্ধ রিকশাচালক জানান, তিনি রোজা রেখেছেন, এ কারণে শরীর দুর্বল। এ তথ্য শুনে একই সঙ্গে বিস্মিত ও বিষণ্ন হয়ে ওঠেন মা।
শীর্ষ ১০ শেয়ার হওয়া বিজ্ঞাপনচিত্র
১. নর বাংলাদেশ-রমজানের মর্ম (৫ লাখ ৬৪ হাজার ৮৮২)
২. স্যামসাং ইন্দোনেশিয়া-স্যামসাং গ্যালাক্সি জেথ্রি (১ লাখ ১৬ হাজার ৯৮৫)
৩. ব্রিজ ফিলিপস-দ্য গুড এক্সপেরিমেন্ট (১ লাখ ৬ হাজার ৯২৯)
৪. আমুল-হর ঘর আমুল ঘর (৯৬ হাজার ১৩৮)
৫. স্যামসাং মোবাইল ফিলিপাইনস-গ্যালাক্সি এসসেভেন ইন্টু দ্য ব্লু (৮৮ হাজার ৮৫৪)
৬. আসুস ইন্দোনেশিয়া-জেনফোন ম্যাক্স: স্মার্টফোন ইয়াঙ সেতিয়া মেনেমানি আন্দা (৮১ হাজার ৬৭৯)
৭. স্যামসাং মোবাইল মালয়েশিয়া-স্যামসাং রামাদান: সিবারতুরহিম (৭৯ হাজার ৬২৬)
৮. স্যামসাং ইন্দোনেশিয়া-কেম্বালি বেরি আর্তি (৫৭ হাজার ৮৭১)
৯. নেসলে ড্রামস্টিকস-ফানার দ্যান এভার (৫৬ হাজার ১১২)
১০. এরিয়েল ফিলিপাইনস-শেয়ার দ্য লোড (৫৪ হাজার ১৯৩)
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘন্টা, জুলাই ১৩, ২০১৬
জেএইচ