ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

বিনোদন

হাসপাতালে ভর্তি কমল হাসান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৭, জুলাই ১৪, ২০১৬
হাসপাতালে ভর্তি কমল হাসান কমল হাসান

আসন্ন তেলেগু কমেডি ছবি ‘সাবাশ নাইদু’র দৃশ্যধারণ থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা কমল হাসান। পায়ে চোট পাওয়ার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

জি নিউজের দেওয়া এক প্রতিবেদনে জানা যায়, বুধবার (১৩ জুলাই) রাতে নিয়ন্ত্রণ হারিয়ে অফিসের সিঁড়ি থেকে পা পিছলে পড়ে যান তিনি। এতে আহত হন। এরপর কমলকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে কমল হাসানের একটি ঘনিষ্ঠসূত্র বলছে, ‘এ সপ্তাহে লন্ডনে অনুষ্ঠিত একটি ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে (লাইফ) যাওয়ার পরিকল্পনা করেছিলেন জনপ্রিয় এই তারকা। সেখানে তাকে আজীবন সম্মাননা প্রদান করা হতো। কিন্তু দুর্ঘটনার কারণে সেটি বাতিল করা হয়েছে। ’  

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
বিএসকে/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।