ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

তনুশ্রী পদক পেলেন তপন হাফিজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
তনুশ্রী পদক পেলেন তপন হাফিজ তপন হাফিজ

সৃজনশীল নাট্যতরুণ হিসেবে নাট্যধারা প্রবর্তিত তনুশ্রী পদক পেলেন তপন হাফিজ। শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে তার হাতে এ স্বীকৃতি তুলে দেওয়া হয়।

তপন হাফিজ হলেন নাট্যতীর্থর দলপ্রধান। তনুশ্রী পদক পাওয়ার পর তিনি বাংলানিউজকে বললেন, ‘এটা পাওয়ার পর মঞ্চে আমার চোখের জল ধরে রাখতে পারিনি। আমাদের নাট্যকর্মীদের কাছে এ পদক বহুল কাঙ্ক্ষিত ও লোভনীয়। এমন স্বীকৃতি আমাদের মতো নাট্যকর্মীদের অনেকদূর যাওয়ার পথে উদ্বুদ্ধ করে। ’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার। সভাপতিত্ব করেন নাট্যধারার প্রধান সম্পাদক মাসুদ পারভেঝ মিজু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং ফ্যাশন হাউস অঞ্জন’স-এর শীর্ষ নির্বাহী শাহীন আহম্মেদ।

২০০১ সাল থেকে তনুশ্রী পদক প্রদান করে আসছে নাট্যধারা। এবারের পদক প্রদানের আনুষ্ঠাকিতা শেষে মঞ্চায়ন হয় নাট্যধারার ১৬তম প্রযোজনা ‘অতীশ দীপঙ্কর সপর্যা’। নাটকটি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন অলোক বসু।

বাংলাদেশ সময় : ২০১০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।