ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শর্মিলার ‘এতো আলো নিয়ে চাঁদ একলা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
শর্মিলার ‘এতো আলো নিয়ে চাঁদ একলা’ শর্মিলা সিনহা

মণিপুরি থিয়েটারের অন্যতম সদস্য শর্মিলা সিনহা দলটির বেশিরভাগ নাটকেরই সংগীতশিল্পী। প্রায় ২০ বছর ধরে দেশের অন্যতম নাট্যসংগঠন মণিপুরি থিয়েটারের সংগীত নির্দেশক ও সংগীতশিল্পী হিসেবে কাজ করছেন তিনি।

মঞ্চের আঙিনা পেরিয়ে চলতি বছরের জুলাইয়ে শর্মিলার গাওয়া  ‘আমি মেঘে মেঘে’ শিরোনামের একটি গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। সেই রেশ থাকতেই নতুন গান বের করলেন তিনি। তার গাওয়া ‘এতো আলো নিয়ে চাঁদ একলা’ গত ১৬ অক্টোবর রাতে প্রকাশিত হয় ইউটিউবে। শর্মিলার ছোট ভাই শুভাশিস সিনহার লেখা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন শান।

মণিপুরি থিয়েটারের নাট্যচর্চার সঙ্গে যুক্ত শর্মিলার গানের ভুবনে বিচরণ ছোটবেলা থেকেই। ছায়ানট এবং বিভিন্ন ওস্তাদের কাছে নিয়েছেন গানের তালিম। তিনি বলেন, “ছোটবেলা থেকে মঞ্চেই বেশি গান করেছি। শুভাশিস সিনহার লেখা ও সুর করা গান নিয়ে অ্যালবাম প্রকাশের পরিকল্পনা আছে। ‘আমি মেঘে মেঘে’ ও ‘এতো আলো নিয়ে চাঁদ একলা’ গান দুটিও থাকবে এতে। ”

* ‘এতো আলো নিয়ে চাঁদ একলা’ গানের লিংক :

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।