ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চট্টগ্রামে চিত্রায়ন হচ্ছে ছায়াছবি পবিত্র ভালবাসা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
চট্টগ্রামে চিত্রায়ন হচ্ছে ছায়াছবি পবিত্র ভালবাসা বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কর্ণফুলী নদীর তীরের প্রাকৃতিক নিসর্গমন্ডিত জনপদ বোয়ালখালী থেকে শুরু হয়েছে একটি পূর্ণদৈঘ্য বাংলা ছায়াছবির শুটিং।  ছবির নাম পবিত্র ভালবাসা। 

চট্টগ্রাম: কর্ণফুলী নদীর তীরের প্রাকৃতিক নিসর্গমন্ডিত জনপদ বোয়ালখালী থেকে শুরু হয়েছে একটি পূর্ণদৈঘ্য বাংলা ছায়াছবির শুটিং।   ছবির নাম পবিত্র ভালবাসা।

 

চট্টগ্রামে এই প্রথম পুরো একটি পূর্ণদৈর্ঘ্য ছায়াছবির শুটিং হচ্ছে।  চট্টগ্রামের বোয়ালখালীর কর্ণফুলী নদীর তীর, পতেঙ্গা সমুদ্র সৈকত, স্বাধীনতা পার্ক, বাঁশখালী, রাউজান, হাটহাজারী, কাপ্তাই, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজারসহ বিভিন্ন নান্দনিক স্থানে ছবির চিত্রায়ন হবে বলে জানিয়েছেন পরিচালক।

বুধবার (১৬ নভেম্বর) সকালে বোয়ালখালীতে পবিত্র ভালবাসা ছবির শুটিংয়ের উদ্বোধন হয়েছে।   সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রাজনীতিক মফিজুর রহমান এর উদ্বোধন করেছেন।  

ছবিতে কাজ করার জন্য বুধবার বোয়ালখালীতে গিয়েছিলেন চিত্রনায়িকা মৌসুমীসহ একঝাঁক অভিনেতা-অভিনেত্রী।    

চাঁটগা ফিল্মের প্রযোজনায় এবং মেঘলা চলচ্চিত্রের পরিবেশনায় ছবির পরিচালনায় আছেন খায়রুন সুন্দরী ছবির পরিচালক এ কে সোহেল।

পরিচালক সাংবাদিকদের কাছে ছবির বর্ণনা দিয়েছেন এভাবে, প্রেম ভালোবাসার কাছে কখনো কখনো ধর্ম বাধা হয়ে দাঁড়ায়।  কিন্তু ধর্মের বাধা ডিঙ্গিয়ে প্রেম এগিয়ে চলে।  ভালোবাসার জন্য মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে।  স্বর্গ থেকে আসে প্রেম স্বর্গে চলে যায়।  ভালোবাসা যুগে যুগে রয়ে যায়।  

প্রেমের তাজমহল তৈরির জন্য ভালোবাসার মানুষটির আপ্রাণ চেষ্টাকে উপজীব্য করে ছবির কাহিনী এগিয়ে গেছে বলে জানিয়েছেন পরিচালক এ কে এম সোহেল।

এ ছবিতে তিন প্রজন্মের তিন নায়িকা সুচরিতা, মৌসুমী ও মাহিয়া মাহি অভিনয়ন করবেন।  আরো অভিনয়ন করছেন পংকজ বৈদ্য সুজন, রোকন, সাদেক বাচ্চু, আফজাল শরীফ, প্রবীর মিত্র, ইলিয়াছ কোবরা, সাকা ভাই, শেখ সুমি, বরুণ সেন দোয়েন ও দেবাশীষ চৌধুরী।

ছবিতে সঙ্গীত পরিচালনা করছেন ইমন সাহা।  প্লেব্যাক কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর, সুবীর নন্দী, সামিনা চৌধুরী, মমতাজ, কনা, পলাশ, কিশোর ও মনির খান।  গীতিকার লিয়াকত হোসেন ও এ কে সোহেল।

নৃত্যে কাজ করছেন চট্টগ্রামের খ্যাতিমান নৃত্যশিল্পী রিয়া দাশ চায়না ও তার দল।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬

আরডিজি/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।