ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘হট্টমালার ওপারে’ সোনার চেয়ে প্রিয় ফুল!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
‘হট্টমালার ওপারে’ সোনার চেয়ে প্রিয় ফুল! দৃশ্য: ‘হট্টমালার ওপারে’, ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুই চোর পালাতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে এসে পড়ে অচেনা এক রাজ্যে। এটা তাদের চেনা হট্টমালা নয়। এখানকার সবকিছু সুন্দর, মানুষগুলোও সরল। নাওয়া-খাওয়ার জন্য দাম দিতে হয় না। নেই অভাব, দুঃখ, কষ্ট। সোনার চেয়ে এখানকার মানুষের প্রিয় জিনিস ফুল। 

দুই চোর পালাতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে এসে পড়ে অচেনা এক রাজ্যে। এটা তাদের চেনা হট্টমালা নয়।

এখানকার সবকিছু সুন্দর, মানুষগুলোও সরল। নাওয়া-খাওয়ার জন্য দাম দিতে হয় না। নেই অভাব, দুঃখ, কষ্ট। সোনার চেয়ে এখানকার মানুষের প্রিয় জিনিস ফুল।

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) থিয়েটারের নতুন নাটক ‘হট্টমালার ওপারে’র গল্পে রয়েছে জীবনকে উদযাপনের বক্তব্য নিয়ে সাজানো এমন গল্প। গত ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়টির মিলনায়তনে এর প্রথম মঞ্চায়ন হয়।

পরদিন বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাতটায় ঢাকার সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে ছিলো নাটকটির দ্বিতীয় প্রদর্শনী।

‘হট্টমালার ওপারে’ লিখেছেন প্রখ্যাত নাট্যকার বাদল সরকার। এটি নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। মঞ্চ ও আলোক পরিকল্পনায় শাকিল সিদ্ধার্থ। তার সঙ্গে মিলে পোশাক পরিকল্পনা করেছেন মায়ীষা। আবহসংগীতে কাজী তন্ময়। গানের কথা ও সুর সুমন মজুমদারের।

বাংলাদেশ সময়: ০১৫৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।