ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কন্যার জন্মদিনে রানীর হৃদয়গ্রাহী চিঠি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
কন্যার জন্মদিনে রানীর হৃদয়গ্রাহী চিঠি রানী মুখার্জি ও আদিরা চোপড়া

অবশেষে দীর্ঘ এক বছর অপেক্ষার পর রানী মুখার্জি ও আদিত্য চোপড়া দম্পতির আনন্দের বান্ডিল আদিরা চোপড়ার প্রথম ছবি প্রকাশ্যে এলো। এটি তোলা হয়েছে সে যখন ঘুমিয়ে। তার পাশে ছিলেন মা।

অবশেষে দীর্ঘ এক বছর অপেক্ষার পর রানী মুখার্জি ও আদিত্য চোপড়া দম্পতির আনন্দের বান্ডিল আদিরা চোপড়ার প্রথম ছবি প্রকাশ্যে এলো। এটি তোলা হয়েছে সে যখন ঘুমিয়ে।

তার পাশে ছিলেন মা।

শুক্রবার (৯ ডিসেম্বর) আদিরার প্রথম জন্মদিন। এদিন মুক্তি পেয়েছে তার বাবা আদিত্য চোপড়া পরিচালিত ‘বেফিকরে’। এ উপলক্ষে কন্যার ছবি জনসমক্ষে আনলেন রানী। সঙ্গে লিখেছেন হৃদয়গ্রাহী একটা নোট।

৩৮ বছর বয়সী রানী লিখেছেন, ‘আমার শিশু আদিরাকে ভালোবাসি। তাকে ছাড়া বাঁচা কিংবা নিঃশ্বাস নিতে পারবো না। আমার জীবন বদলে গেছে ইতিবাচকভাবে। তবে বাচ্চা নেওয়া খুবই উদ্বেগজনক বিষয়! কারণ হুট করে নিজের দিকটা ভুলে যেতে হয়। মাকে বাঁচতে হয় তার সন্তানের জন্য। সন্তানই জন্ম দেয় মাকে! এখন আমার বেশিরভাগ রাত কাটে নির্ঘুম। দিনেও চোখের পাতা এক করতে পারি না। মাঝে মধ্যে ভাবি অন্য মায়েদেরও সন্তানের দেখভাল করতে গিয়ে একই রকম উৎকণ্ঠা হয় কি-না। নাকি এটা কেবল আমার ক্ষেত্রেই হচ্ছে? পৃথিবীর সব মাকে স্যালুট!’
 
রানী আরও লিখেছেন, ‘জানি না আমার জীবনের এই সময়টা কেউ বুঝবে কি-না। তবে আমি উড়ছি! আগের চেয়ে অনেক শান্ত, ধৈর্যশীল ও দয়ালু হয়েছি। এটা রাতারাতিই ঘটেছে। বুঝলাম আমি বদলে গেছি ভালোভাবে। আশা করি, আদিরাকে সুন্দরভাবে বড় করতে পারবো। আমার মেয়ে সাহসী, উদার, বুদ্ধিমতী, সুশৃঙ্খল ও বিনয়ী হলে ভালো লাগবে। আমি চাই ওকে নিয়ে সবাই গর্ব করুক। কেউ গর্বিত না হলেও আদিরার জন্য গর্ব হবে আমার। তাকে উৎসাহ দেবো, কখনও শাসাবো না। জীবনে কোনো কিছুর জন্য ওর ওপর চাপ প্রয়োগ করবো না। সবসময় হাসিখুশি আর ভাবনাহীন থাকুক ও, তার হাসিতে হাসুক তার চোখ। ’
 
২০১৪ সালে ভালোবেসে বিয়ে করেন রানী ও আদিত্য। গত বছরের ৯ ডিসেম্বর প্রথম সন্তানকে স্বাগত জানান তারা। কিন্তু একবারের জন্যও মেয়ে আদিরার মুখ দেখাননি দু’জনে। এতোদিনে ভক্তদের সেই অতৃপ্তি ঘুচলো।
 
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।