ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘যযাতি’ নিয়ে কলকাতায় সময়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
‘যযাতি’ নিয়ে কলকাতায় সময় ‘যযাতি’ নাটকের দৃশ্য

‘শেষ সংলাপ’-এর পর আরেকটি নাটকের আন্তর্জাতিক উদ্বোধনী মঞ্চায়ন করতে যাচ্ছে সময়। অনীক আয়োজিত ১৮তম গঙ্গা-যমুনা নাট্যোৎসবে ঢাকার নাট্যদলটি পরিবেশন করবে তাদের ৩০তম প্রযোজনা ‘যযাতি’।

‘শেষ সংলাপ’-এর পর আরেকটি নাটকের আন্তর্জাতিক উদ্বোধনী মঞ্চায়ন করতে যাচ্ছে সময়। অনীক আয়োজিত ১৮তম গঙ্গা-যমুনা নাট্যোৎসবে ঢাকার নাট্যদলটি পরিবেশন করবে তাদের ৩০তম প্রযোজনা ‘যযাতি’।

২৯ ডিসেম্বর একাডেমী অব ফাইন আর্টস মঞ্চে এর প্রদর্শনী হবে।

উৎসবে যোগ দিতে বুধবার (২৮ ডিসেম্বর) ২৫ সদস্যের একটি দল কলকাতার উদ্দেশে রওনা হচ্ছে বলে দলসূত্রে জানা গেছে। নাটকটির নির্দেশক ও দলপ্রধান আকতারুজ্জামান জানান, গত ২১ ও ২৪ ডিসেম্বর ঢাকায় শিল্পকলা একাডেমিতে ‘যযাতি’র দুটি কারিগরি মঞ্চায়ন হয়েছে। নতুন বছরে ঢাকার মঞ্চে আনুষ্ঠানিকভাবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে।

‘যযাতি’ হলো অজ্ঞাত অতীতের একটি খন্ড কাহিনী। অতীতের দর্শনেচ্ছু সেই পর্যটক, যিনি পথ ভুলে এক অজ্ঞাত সংস্কৃতির সমাধি ক্ষেত্রে এসে পড়েছেন। প্রখ্যাত নাট্যকার গিরিশ কারনাডের ‘যযাতি’ নাটকটির ভাষান্তর করেছেন সলিল চৌধুরী।

‘যযাতি’ নাটকের দৃশ্যবিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ফখরুল ইসলাম, রুমা, মানসুরা আক্তার লাভলী, আব্দুল্লাহেল বারী, সুনীতা বড়ুয়া ও ইশরাত নিগার লাজ। নেপথ্য কুশলীরা হলেন- পঙ্কজ নিনাদ (মঞ্চ পরিকল্পনা), ইউসুফ হাসান অর্ক (আবহসংগীত পরিকল্পনা), মানসুরা আক্তার লাভলী (পোশাক পরিকল্পনা), আলমগীর হোসেন (আলোক পরিকল্পনা)।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।