ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

ছবির গানে মিম ও ইরফান সাজ্জাদের রসায়ন (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৯, জানুয়ারি ৮, ২০১৭
ছবির গানে মিম ও ইরফান সাজ্জাদের রসায়ন (ভিডিও) ‘ভালোবাসা এমনই হয়’ ছবিতে ইরফান সাজ্জাদ ও বিদ্যা সিনহা সাহা মিম

দুই রিয়েলিটি শো থেকে পরিচিতি পাওয়া দু’জন একসঙ্গে জুটি বাঁধলেন ‘ভালোবাসা এমনই হয়’ ছবিতে। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ বিজয়ী বিদ্যা সিনহা সাহা মিম ও ‘হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান’ বিজয়ী ইরফান সাজ্জাদের রসায়ন দেখা যাবে এতে।

নতুন বছরের প্রথম দিনে ইউটিউবে উন্মুক্ত হয় ছবিটির শিরোনাম-গানের ভিডিও। এতে দেখা যাচ্ছে মিম-ইরফান সাজ্জাদ রসায়নের একঝলক।

এটি লিখেছেন ও গেয়েছেন এস আই টুটুল। তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাউমি। সুর-সংগীত পরিচালনায় জে. কে।

এটাই অভিনেত্রী-নির্মাতা তানিয়া আহমেদ পরিচালিত প্রথম ছবি। ‘ভালোবাসা এমনই হয়’-এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক হবে ইরফান সাজ্জাদের। এতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, মিশু সাব্বির, মীর সাব্বির প্রমুখ।

ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের প্রযোজনায় লন্ডনের কেন্ট শহরে চিত্রায়িত ছবিটি জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনায় মুক্তি পাবে আগামী ২৭ জানুয়ারি।

এ উপলক্ষে সোমবার (৯ জানুয়ারি) বিকেলে ঢাকার তেজগাঁওস্থ চ্যানেল আই চেতনা চত্বরে চলচ্চিত্রটির খুঁটিনাটি নিয়ে আয়োজন করা হয়েছে চা চক্রের।

* দেখুন ‘ভালোবাসা এমনই হয়’ গানের ভিডিও:

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।