ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

দেশের ছবি কয়টি?

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
দেশের ছবি কয়টি? চলচ্চিত্র ‘মাটির প্রজার দেশে’

গ্রামের এক কিশোরের প্রবল ইচ্ছে, স্কুলে পড়বে। কিন্তু বিপত্তি ঘটে ভর্তি হতে গিয়ে। নিজের বাবার নাম জানা নেই তার। এ কারণে স্কুলে পড়ার স্বপ্ন ভেঙে যায় ওর। এটি একটি বাংলাদেশি চলচ্চিত্রের কাহিনি। প্রথমবারের মতো ঢাকার দর্শক দেখবেন ছবিটি। নাম ‘মাটির প্রজার দেশে’। বিদেশি বিভিন্ন উৎসবে প্রদর্শনের পর এবার পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ছবিটি। 

ছবিটির প্রথম প্রদর্শনী হয়েছিলো সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। বিজন পরিচালিত 'মাটির প্রজার দেশে'র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, মাহমুদুর অনিন্দ্য, শেউলী আক্তার, চিন্ময়ী গুপ্তা, মনির আহমেদ শাকিল, প্রশান্ত ত্রিপুরা, কচি খন্দকার প্রমুখ।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে উৎসব শুরু হয়েছে। নয় দিনব্যাপী এই অায়োজনে প্রতিদিন সকাল ১০টা থেকে বিভিন্ন ভেন্যুতে দেখানো হবে ১৮৮টি ছবি। এর মধ্যে বাংলাদেশি ছবির সংখ্যা হাতেগোনা। উৎসবের তৃতীয় দিন দুপুর ১২টায় আলিয়াঁস ফ্রঁসেসে প্রদর্শিত হবে ‘মাটির প্রজার দেশে’।

এদিকে উৎসবে অমিতাভ রেজার ‘আয়নাবাজি’র দুটি প্রদর্শনী হবে। ১৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন ও ১৭ জানুয়ারি সকাল ১০টায় আলিয়াঁস ফ্রঁসেসে উপভোগ করা যাবে ছবিটি।  

তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’রও দুটি প্রদর্শনী হবে। ১৫ জানুয়ারি বিকেল ৫টায় আলিয়াঁস ফ্রঁসেস ও ১৭ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে দর্শক ছবিটি দেখতে পাবেন।

এদিকে হুমায়ুন আহমেদের গল্প নিয়ে মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ও থাকছে উৎসবে। ১৫ জানুয়ারি সকাল ১০টায় ধানমণ্ডির ইএমকে সেন্টারে দেখানো হবে ছবিটি।  

এছাড়া নাদের চৌধুরী নির্মিত সরকারি অনুদানের ছবি ‘লালচর’ দেখানো হবে ১৮ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে।  

রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত এই উৎসবে পূর্ণদৈর্ঘ্য ছবিগুলোর পাশাপাশি দেশি নির্মাতাদের বানানো কয়েটি শর্টফিল্মও দেখানো হবে উৎসবে।  

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।