ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শাবনূরের ছবি মুক্তির মিছিলে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, মে ২, ২০১৭
শাবনূরের ছবি মুক্তির মিছিলে শাবনূর (ছবি: সংগৃহীত)

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। অনেক দিন হলো এই শিল্পীর নতুন ছবি দেখতে পান না ভক্তরা। এবার সেই খরা কাটতে যাচ্ছে।

সবশেষ এক সন্তানের জননী শাবনূর সিনেমার ক্যামেরার সামনে এসেছিলেন ২০১৫ সালে। ছবির নাম ‘পাগল মানুষ’।

নির্মাতা এম এ মান্নানের পরিচালনায় এই ছবির শুটিং শুরু হয়েছিলো ২০১১ সালের মাঝামাঝি। দীর্ঘদিন পার হলেও ছবিটির কাজ শেষ হচ্ছিলো না। কারণ ছিলো নির্মাতার মৃত্যু। এম এ মান্নানের মৃত্যুর আগে বেশির ভাগ কাজ শেষ হলেও দীর্ঘদিন পড়ে থাকে ছবিটি। এরপর এম এ মান্নানের সহকারী বদিউল আলম খোকনকে দিয়ে আবারো শুরু হয় এই ছবির বাকি কাজ। সম্প্রতি ‘পাগল মানুষ’ সেন্সর বোর্ডে জমা পড়েছে। তাই বলা যায় খুব শিগগিরই আবারও শাবনূরকে দেখা যাবে সিনেমা হলের পর্দায়।

ছবিটি সম্পর্কে বদিউল আলম খোকনের সাথে কথা হয় বাংলানিউজের। তিনি বলেন, ‘এই ছবিটি ছিলো আমার ওস্তাদ এম এ মান্নানের। আমি তার সহকারী হিসেবে দায়িত্ববোধ থেকে ছবিটির কাজ শেষ করেছি। তবে এতে আমার নাম ব্যবহার করতে চাই না। আমার ওস্তাদের নামেই ছবিটি মুক্তি পাবে। সেন্সর ছাড়পত্র পেলেই ছবিটি মুক্তির দিন ধার্য করা হবে। তবে এই বছরই মুক্তি পাবে, এটা বলতে পারি। ‘

শাবনূরের বিপরীতে ছবিটিতে অভিনয় করেছেন নবাগত শাহেদ চৌধুরী।

এদিকে অস্ট্রেলিয়া প্রবাসী শাবনূরের শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না। কারণ তাকে মাঝে মধ্যে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। থাইরয়েড রোগে ভুগছেন শাবনূর। একটু সুস্থ হলে কিছুদিনের মধ্যে তার দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মে ০২, ২০১৭
পিএএস/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।