ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ছেলেবেলার পর…

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, মে ৩, ২০১৭
ছেলেবেলার পর… শফিক তুহিন, ছবি: সংগৃহীত

‘ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় গানের প্রতিযোগিতায় রবীন্দ্রসংগীত গেয়েছিলাম। দ্বিতীয় স্থানের পুরস্কারও পাই তখন। গানের জগতে আসার পর ইচ্ছে ছিলো, কবিগুরুর গান গাইবো। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো’— বলছিলেন গায়ক-গীতিকার শফিক তুহিন। ছেলেবেলার প্রতিযোগিতার পর আবার তিনি অানুষ্ঠানিকভাবে কণ্ঠে তুলেছেন রবীন্দ্র সংগীত। 

চলতি সপ্তাহে কবি গুরুর ‘তোমার সুরের ধারা' শিরোনামের গানটি গেয়েছেন শফিক তুহিন। এর সংগীতায়োজন করেছেন রাফি।

আসছে রবীন্দ্র জয়ন্তিতে (২৫ বৈশাখ) এর অডিও-ভিডিও প্রকাশ পাবে।  

‘এর বেশি ভালোবাসা যায় না’র গায়ক শফিক তুহিন আরও জানান, এটি তার জীবনে নতুন অভিজ্ঞতা। জানালেন, সিএমভি থেকে প্রকাশিতব্য রবীন্দ্র সংগীতটি প্রিয় কবির প্রতি গভীর অনুরাগ থেকেই গেয়েছেন। শ্রোতাদের ভালো লাগলে শ্রম সার্থক হবে।  

বাংলাদেশ সময়: ১৭৯৯ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।