ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

চীনে বাজিমাত আমিরের ‘দঙ্গল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৪৪, মে ৬, ২০১৭
চীনে বাজিমাত আমিরের ‘দঙ্গল’ ‘দঙ্গল’ ছবির পোস্টার

ভারতের পর এবার চীনের বক্স অফিস কাঁপাতে শুরু করেছে বলিউড অভিনেতা আমির খান অভিনীত ‘দঙ্গল’। নীতেশ তিওয়ারি পরিচালিত ছবিটি শুক্রবার (৫ মে) চীনের সাত হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

তবে চমকপ্রদ ব্যাপার হলো, মুক্তির একদিনে ১৫ কোটি রুপি আয় করে ফেলেছে ছবিটি।

এখানেই শেষ নয়, এর আগে মিস্টার পারফেকশনিস্টের অভিনীত ‘পিকে’ ও ‘থ্রি ইডিয়সট’ শুধুমাত্র চীনের বক্স অফিসে শত কোটি রুপি আয় করতে পেরেছিলো।

‘দঙ্গল’ ছবির দৃশ্যএদিকে, ‘দঙ্গল’-এর মুক্তি উপলক্ষ্যে বেইজিং, সাংঘাই ও চাংদু ঘুরে বেড়িয়েছেন আমির খান।

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, মে ০৬, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।