ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দুর্নীতিতে নাম জড়ালো শাহরুখ-নওয়াজের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, জুন ২৯, ২০১৭
দুর্নীতিতে নাম জড়ালো শাহরুখ-নওয়াজের শাহরুখ খান ও নওয়াজুদ্দিন সিদ্দিকী (ছবি: সংগৃহীত)

সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বলিউড অভিনেতা শাহরুখ খানের। ‘টিউবলাইট’ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর সালমান খানের সঙ্গে রূপালি পর্দা ভাগাভাগি করেছেন শাহরুখ। কিন্তু তা কোন প্রভাবই ফেলতে পারেনি বক্স অফিসে।

অন্যদিকে তার নতুন ছবি ‘জাব হ্যারি মেট সেজাল’-এর ট্রেলার থেকেই কাঁচি চালাতে শুরু করেছে সেন্সর বোর্ড। এরই মধ্যে নতুন বিপদে শাহরুখ খান।

অনলাইনে ভুয়া অর্থলগ্নি সংস্থার সঙ্গে নাম জড়ালো কিং খানের। তবে তিনি একা নন, তার সঙ্গে রয়েছেন অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীও।

গাজিয়াবাদের ওয়েবওয়ার্ক ট্রেড লিঙ্ক নামক সংস্থার বিরুদ্ধে ৫০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। সম্প্রতি এই দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই। সেই সূত্রেই নাম উঠে এসেছে শাহরুখের। এই সংস্থার পোর্টাল addsbook.com-এর শুভেচ্ছাদূত ছিলেন শাহরুখ খান ও নওয়াজুদ্দিন সিদ্দিকী। তাই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি উত্তরপ্রদেশ সরকার।

২০১৬ সালের ১০ ডিসেম্বর উদ্বোধন করা হয় এই পোর্টালের। যার বিজ্ঞাপনের মুখ বলিউডের এই দুই স্টার। অভিযোগ, তাদের দেখেই বেশি সংখ্যক মানুষ বিনিয়োগ করেছে এই সংস্থায়। চার মাসে চার লাখ মানুষকে এই সংস্থার সদস্য বানিয়েছেন এই সংস্থার কর্ণধার অনুরাগ জৈন ও সন্দেশ বর্মা। দুই লাখ মানুষের থেকে প্রায় ৫০০ কোটি টাকা তুলেছেন তারা। এ কারণে দুই কর্ণধারের পাশাপাশি অভিযোগ দায়ের করা হয়েছে দুই শুভেচ্ছাদূতের বিরুদ্ধেও।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।