হলটিতে স্বজনদের নিয়ে বিভিন্ন বয়সী মানুষ টিকিট না পেয়ে ‘ব্ল্যাকে’ উচ্চ মূল্যে টিকিট কেটে দেখছেন দুই বাংলার যৌথ চলচিত্র ‘বস-২’।
শুক্রবার (৩০ জুন) দুপুরে হলটিতে গিয়ে দেখা যায়, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছেন বিনোদন পিপাসুরা।
তপ্ত দুপুরে লাইনে দাঁড়িয়ে থাকা যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র মিজানুর রহমান বাংলানিউজকে জানান, স্বজনদের সাথে উৎসবে যোগ দিতে ঈদের দুই দিন আগে গ্রামের বাড়ি সাতক্ষীরায় চলে যান। সেখান থেকে গতকাল বৃহস্পতিবার যশোরে ফিরেছেন। অন্য বন্ধুরাও বাড়ি থেকে যশোরে চলে এসেছেন। তবে ঈদের আনন্দ এখনো শেষ হয়নি।
তিনি বলেন, এক সাথে সাত বন্ধু মিলে সিনেমা দেখতে এসেছি। তবে টিকিট কাটতে পারছি না। কালো বাজারে ৮০ টাকার টিকিট বিক্রি হচ্ছে ১৫০ টাকা থেকে ২০০ টাকায়।
এক একর আয়তনের সিনেমা হলটির প্রধান ফটক পার হতেই দেখা মিললো আরো কয়েকটি দীর্ঘ লাইন। এই লাইনে দাঁড়িয়েছেন সেই সৌভাগ্যববানরা যারা কাউন্টার বা কালো বাজার থেকে টিকিট সংগ্রহ করতে পেরেছেন। অনেকে সেখানে দাঁড়িয়ে দীর্ঘ লাইনের সাথে সেলফিও তুলছেন।
সাড়ে ১২টার শো শেষে হল থেকে বের হওয়া মুহূর্তে কথা হলো যশোর সদর উপজেলার ফতেপুর এলাকার চল্লিশোর্দ্ধ রোজিনা বেগমের সাথে। তিনি বলেন, আমার ছেলে হৃদয় সিনেমাটি দেখে ভালো বলায় আমি ও আমার স্বামী এক সাথে হলে এসেছি। এক সময় নিয়মিত এই হলে সিনেমা দেখতাম। এখন ভালো ছবি হয় না। তাই আসি না। জিৎ আর শুভশ্রীর অভিনয় দারুণ লেগেছে। এমন ছবি হলে নিয়মিত দেখতে আসা যায়।
মণিহার সিনেমা হলের কাউন্টার মাস্টার ওমর খসরু বাংলানিউজকে বলেন, ঈদের দিন থেকে মণিহারে চলছে বাংলাদেশের আব্দুল আজিজ ও ভারতের বাবা যাদবের যৌথ পরিচালায় নির্মিত ছবি ‘বস-২’। শুরু থেকেই দর্শকদের উপচে পড়া ভিড় রয়েছে। এখনো তার কমতি নেই। অনেকে টিকিট না পেয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছেন।
ভারপ্রাপ্ত ম্যানেজার তোফাজ্জল হোসেন বাংলানিউজকে বলেন, হল ব্যবসার মন্দার বাজারে এই ছবিটি দারুণ দর্শক সাড়া পেয়েছে। এখন আর আগের মতো দর্শক সিনেমা হলে আসে না। সারা বছর প্রায় দর্শক শুন্য হলে আমরা সিনেমা চালাই। তবে ভালো ভালো ছবি হলে দর্শক অবশ্যই সিনেমা হলে এসে ছবি দেখবেন। এই ছবির পর ঈদের আরেক ছবি ‘নবাব’। আশা করছি নবাব সিনেমাটিও দর্শকদের সাড়া পাবো। ’
বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, জুন ৩০, ২০১৭
এমজেএফ