সোমবার (৩ জুলাই) দুপুরে বাংলানিউজের সঙ্গে আলাপে নিপুন বলেন, ‘শাকিব খানের আচরনে আমি বিরক্ত হয়ে পড়েছি। শাকিব-অপুর সংসার জীবনের জটিলতা নিয়ে আমি কিছু বলিনি, বলতে চাইনা।
নিপুন তার ফেসবুক পাতায় লিখেছেন, ‘…আপনি (শাকিব খান) পারসোনালি মানুষকে বা বুবলিকে খুশি করার জন্য যা খুশি বলেন। কিন্তু মিডিয়ার সামনে অন্য আর্টিস্টদের সম্মান দিয়ে কথা বলবেন। আর আপনার শিক্ষাগত যোগ্যতা ? আপনার ফ্যামেলি ব্যাকগ্রাউন্ড? আপনি মনে হয় আপনার ১১ বছর আগের কথা ভুলে গেছেন। ইমিগ্রেশন অফিসার ইমিগ্রেশনে ইংরেজিতে যা কিছুই জিঙ্গেস করতো আপনি না বুঝেই ‘ইয়েস’, ‘নো’ বলতেন। যেখানে অন্য আর্টিস্টরা ঠিকঠাক উত্তর দিতো। আপনি এতোই শিক্ষিত যে 'ইডি' (এম্বারকেশন-ডিসএম্বারকেশন) কার্ড পূরণ করতে পারতেন না। ভুলে গেছেন? ইন্ড্রাস্ট্রিতে অনেক শিক্ষিত আর্টিস্ট আছেন যারা নিজের ব্যাপারে মিথ্যা জাহির করেন না । আপনি মনে হয় আপনার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সঙ্গে অন্য আর্টিস্টদের ব্যাকগ্রাউন্ডও ভুলে গেছেন । ’
নিপুন আরও লিখেছেন, ‘…ইন্ড্রাসট্রিতে যা খুশি তা করেছেন আপনি। সিনিয়ররা আপনার ব্যবহারে অতীষ্ট। আপনার জন্যইতো উনারা ইন্ড্রাসট্রিতে নিয়মিত না। আপনি কি করে ভাবেন যে, রাজ্জাক আঙ্কেল, ফারুক আঙ্কেল, আলমগীর আঙ্কেল আপনাকে বারবার সাপোর্ট দেবেন? শাকিব খান, বাংলা সিনেমা নিয়ে আপনি যে নোংরা রাজনীতি করছেন তা নিজের ও কিছু দেশি-বিদেশি স্বার্থান্বেষী মহলের স্বার্থ রক্ষার জন্য করছেন, যা বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য মারাত্মক ক্ষতিকর। বাংলা চলচিত্র নিয়ে নোংরা রাজনীতি বাদ দেন। ’
নিপুনের ভাষায়, ‘…আর মিডিয়ার সবাই জানে আপনার অতীত এবং ব্যাকগ্রাউন্ড । বুবলীর ভিডিও গানের লক্ষ লক্ষ ভিউ ভিউয়ের কথা এতোবার বলেন কেন? ভিউ বেশি মানেই কি অপুর (অপু বিশ্বাস) চেয়ে বেশি বুবলির গ্রহণযোগ্যতা দর্শকদের কাছে? আপনি কি জানেন না যে, বুস্ট করিয়ে মানে টাকা খরচ করিয়ে ভিউ বাড়ানো যায়!’
শাকিব খান ২ জুলাই নিউজ টোয়েন্টিফোরে লাইভ সাক্ষাৎকার দেন। সেখানে অপু বিশ্বাসের সঙ্গে তার সংসারজীবন কেমন চলছে, এমন প্রশ্নের জবাব পাশ কেটে যান। বুবলীর গুণগান করার পাশপাশি অন্য নায়িকাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন এই নায়ক। এরই পরিপ্রেক্ষিতে খেপেছেন নিপুন। খোঁজ নিয়ে জানা গেছে, শাকিবের এমন বক্তব্যে চলচ্চিত্রের অন্য নায়িকাদের মধ্যেও ক্ষোভ জন্মেছে। নিপুনের মতো তারাও মুখ খোলার অপেক্ষায়।
* শাকিব খানের সাক্ষাৎকার:
বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৭
এসও