ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

বিনোদন

একটি টাকাও নিইনি: গোবিন্দ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৮, জুলাই ৯, ২০১৭
একটি টাকাও নিইনি: গোবিন্দ গোবিন্দ (ছবি: সংগৃহীত)

বর্তমানে সময়ে খুব একটা অভিনয় করতে দেখা যায় না গোবিন্দকে। সম্প্রতি অনুরাগ বসু পরিচালিত ও রণবীর কাপুর প্রযোজিত ‘জাগ্গা জাসুস’ ছবিতে কাজ করেছেন বলিউডের এই অভিনেতা। এতে জুটি বেঁধে আরও অভিনয় করেছেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ।

আগামী ১৪ জুলাই মুক্তি পাবে ছবিটি। কিন্তু এর আগে ছবি থেকে গোবিন্দর অংশটুকু বাদ দিয়েছেন পরিচালক।

আর এ নিয়ে বক্তব্য দিয়েছেন গোবিন্দ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রণবীর ও অনুরাগ বসুর নাম উল্লেখ করে একাধিক টুইট করেছেন ‘হিরো নাম্বার ওয়ান’খ্যাত এই তারকা।

যেখানে গোবিন্দ লিখেছেন, ‘আমি কাপুর পরিবারকে যথেষ্ট সম্মান করি। সিনেমাটিতে আমি কাজ করেছি কারণ রণবীর আমার সিনিয়রের ছেলে। এজন্য আমি কোনো চুক্তিতে সই করিনি। একটি টাকাও নিইনি। শরীর খারাপ থাকা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকায় গিয়ে শুটিং করেছি। একজন অভিনেতা হিসেবে আমি আমার কাজ করেছি, পরিচালকের যদি তা পছন্দ না হয় সেটা তার নিজস্ব ব্যাপার। ’

এ প্রসঙ্গে পরিচালক অনুরাগ বসু বলেন, ‘প্রথমদিকে কিছুদিন কাজ করেছিলাম। কিন্তু তারপর গল্পে কিছু পরিবর্তন এসেছে। তাই গোবিন্দর অংশটি বাদ পড়েছে। তবে একবার বলার সঙ্গে সঙ্গে তিনি রাজি হয়ে যাওয়ায় অসংখ্য ধন্যবাদ। ’

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।