ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কী হয়েছিলো নায়করাজের?

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
কী হয়েছিলো নায়করাজের? ছবি: সংগৃহীত

বার্ধক্যজনিক রোগে ভুগছিলেন নায়করাজ রাজ্জাক। এর মধ্যে শ্বাসকষ্ট অন্যতম। দেশ-বিদেশে চিকিৎসা চলছিলো তার। দেশে কয়েক দফায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা হয়েছে তার। সবশেষ এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি অভিনেতা। হাসাপাতালে নেওয়ার পর কী হয়েছিলো রাজ্জাকের?

ইউনাইটেড হাসপাতাল সূত্র বলছে, ২১ আগস্ট বিকেল ৫টা ২০ মিনিটে পরিবারের সদস্যরা রাজ্জাককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। ওই সময় তার নাড়ি ও রক্তচাপ পাওয়া যাচ্ছিলো না।

ডাক্তারি ভাষায়, এটিকে ইমার্জেন্সি বিবেচনা করে কোড ব্লু ঘোষণ করা হয়।  

এরপর কার্ডিকো পালমোনারি রিসাসিটেশন দিয়ে নায়করাজের শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক ও জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা ৪০-৪৫ মিনিট চেষ্টা করা হয়। এ সময় হাসপাতালটির চিফ কার্ডিওলজিস্ট ডা. মোমেনুজ্জামান তার পাশেই ছিলেন। এরপর ৬টা ১৩ মিনিটে রাজ্জাককে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।  

নায়করাজ রাজ্জাক আর নেই 
নায়করাজের মৃত্যু,  ফেসবুক যেন শোকবই 
‘রাজ্জাক ভাই ছিলেন দেশীয় চলচ্চিত্রের ইনস্টিটিউট’
নায়করাজের টানে হাসপাতালে আলমগীর-শাকিব-মৌসুমী

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭ 
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।