ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নায়করাজের প্রস্থান

এফডিসিতে ৩ দিনের শোক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
 এফডিসিতে ৩ দিনের শোক এফডিসিতে ৩ দিনের শোক

নায়করাজ রাজ্জাকের চিরবিদায়ে অভিভাবকশূণ্য হয়ে পড়েছে এফডিসি (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন) তথা চলচ্চিত্র অঙ্গন। শোকের কালো ছায়া নেমে এসেছে রাজ্জাকের প্রিয় স্থান এফডিসিতে। দীর্ঘদিনের সহকর্মীরা তার শোকে কাতর। এ অবস্থায় কার্যত অচল হয়ে পড়েছে এফডিসি। দুটি শীর্ষ সংগঠন নায়করাজের মৃত্যুতে ৩ দিনের শোক ঘোষণা করেছে। 

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তিন দিনের কর্ম বিরতি ঘোষণা করেছে। ২১ আগস্ট সন্ধ্যায় প্রিয় অভিনেতার মৃত্যুর পরপরই এমন ঘোষণা দেন দুটি সংগঠনের নেতারা।

 

তারা জানান, রাজ্জাকের শূণ্যতা পূরণ হবে না। সুখে-দুখে এই মানুষটিকে আর পাশে পাবেন না। স্বভাবতই চলচ্চিত্রের অভিভাবকের মৃত্যুতে শোকাহত চলচ্চিত্র পরিবার। এ অবস্থায় কাজ করার মানসিকতা নেই কারোর। কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা।  

নায়করাজ রাজ্জাক আর নেই 
নায়করাজের মৃত্যু,  ফেসবুক যেন শোকবই 
‘রাজ্জাক ভাই ছিলেন দেশীয় চলচ্চিত্রের ইনস্টিটিউট’
নায়করাজের টানে হাসপাতালে আলমগীর-শাকিব-মৌসুমী
কী হয়েছিলো নায়করাজের?
রাজ্জাকের দাফন কবে কখন কোথায়?

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।