ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নায়করাজের দাফন বুধবার, ফিরছেন বাপ্পি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
নায়করাজের দাফন বুধবার, ফিরছেন বাপ্পি ছবি: বাংলানিউজ

দেশে ফেরার অনিশ্চয়তা ছিলো। সেই সংকট কেটে গেছে। বাবাকে শেষবারের মতো দেখতে বিমানে চড়েছেন কানাডাপ্রবাসী রাজ্জাকের মেঝ ছেলে বাপ্পি। এ ক্ষেত্রে মঙ্গলববার (২২ আগস্ট) নয়, নায়করাজের মরদেহ দাফন করা হবে বুধবার। 

এফডিসি ও কেন্দ্রীয় শহীদ মিনারে সর্ব সাধারণের শ্রদ্ধা জানানো শেষে নায়করাজের মরদেহ নিয়ে যাওয়া হয় গুলশানের আজাদ মসজিদে। সেখানে বাদ আছর তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এরই মধ্যে জানা গেলো দেশের ফেরার টিকেট পেয়ে যাত্রা করেছেন বাপ্পি। বুধবার (২৩ আগস্ট) ভোরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছুবেন তিনি। এ ক্ষেত্রে ওইদিন দুপুরের আগে বনানী কবরস্থানে নায়করাজকে চিরসমাহিত করা হবে বলে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের তথ্য জানিয়েছেন অভিনেতা আলমগীর, মিশা সওদাগর ও প্রযোজক খসরু।  

২১ আগস্ট সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্জাক। তার মৃত্যুতে শোকস্তব্ধ পুরো দেশ।  

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, অাগস্ট ২২, ২০১৭
এসও 

**
শহীদ মিনারে জনতার ঢল
** কলকাতার গণমাধ্যমে ‘গুরুত্বহীন’ নায়করাজ!
** এফডিসিতে জানাযা শেষে রাজ্জাকের মরদেহ শহীদ মিনারে
** ‘কোথাও কলঙ্ক লাগতে দেইনি’
** নায়করাজের জানাজা হবে একবারই
** দুপুরে শহীদ মিনারে নায়করাজকে শেষ শ্রদ্ধা
** রাজ্জাকের মৃত্যুতে বিএমআই কল্যাণ ট্রাস্টের শোক
** এফডিসিতে ৩ দিনের শোক
** রাজ্জাকের দাফন কবে কখন কোথায়?
** রাজ্জাকের মৃত্যুতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শোক
** কী হয়েছিলো নায়করাজের?
** নায়করাজের টানে হাসপাতালে আলমগীর-শাকিব-মৌসুমী
** ‘রাজ্জাক ভাই ছিলেন দেশীয় চলচ্চিত্রের ইনস্টিটিউট’
** নায়করাজের মৃত্যু, ফেসবুক যেন শোকবই
** নায়করাজ রাজ্জাক আর নেই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।