ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নায়করাজ স্মরণে অনুষ্ঠান শুক্র ও শনিবার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
নায়করাজ স্মরণে অনুষ্ঠান শুক্র ও শনিবার ছবি: সংগৃহীত

সদ্যপ্রয়াত কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাককে স্মরণ করবে রাজ পরিবার ও বাংলাদেশ চলচ্চিত্র পরিবার। এ উপলক্ষে শুক্র ও শনিবার (২৫ ও ২৬ আগস্ট) বিভিন্ন কর্মসূচি থাকছে।

রাজ পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (২৫ আগস্ট) বাদ আছর গুলশানের আজাদ মসজিদে নায়করাজের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এদিকে এই শিল্পীর স্মরণে শনিবার (২৬ আগস্ট) এফডিসিতে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার।

এদিন আলোচনা সভা, কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল। এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
এদিন সকাল ১০টায় এফডিসির জহির রায়হান কালার ল্যাব ভিআইপি অডিটোরিয়ামে নায়করাজের কর্মময় জীবনের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ মানুষেরা। দুপুরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি এফডিসি রমসজিদে সকাল থেকে কোরআন খতম করা হবে।  

রাজধানীর বনানী কবরস্থানে বুধবার (২৩ আগস্ট) সকাল সোয়া ১০টায় নায়করাজের দাফন সম্পন্ন হয়। ২১ আগস্ট সন্ধ্যায় মৃত্যুবরণ করেন রাজ্জাক। তার মৃত্যুতে তিনদিনের শোক ঘোষণা করে চলচ্চিত্রের শীর্ষ দুটি সংগঠন চলচ্চিত্র পরিচালক ও শিল্পী সমিতি।  
 
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।