ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রাজ্জাক সাহেব দুই নম্বরি করে মার্কেট বানাননি: বাপ্পারাজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
রাজ্জাক সাহেব দুই নম্বরি করে মার্কেট বানাননি: বাপ্পারাজ এফডিসিতে নায়করাজ স্মরণে শোকসভায় বক্তব্য রাখছেন বাপ্পারাজ, ছবি: সংগৃহীত

‘একটা ভুল ধারণা আছে যে, উনি (নায়করাজ রাজ্জাক) সিনেমা হলের নাম করে মার্কেট করেছেন। না, মার্কেটের কথা বলেই অনুমতি নেওয়া। পরে আমরা সিনেমা হল করার চেষ্টা করেছিলাম, রাজউক থেকে অনুমতি দেওয়া হয়নি’— কথাগুলো বলেছেন সদ্যপ্রয়াত কিংবদন্তি অভিনেতা রাজ্জাকের বড় পূত্র জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। 

এফডিসিতে শনিবার (২৬ আগস্ট) দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার আয়োজিত শোকসভায় বাপ্পারাজ এসব কথা বলেন। উত্তরায় রাজলক্ষ্মী কমপ্লেক্স নিয়ে ‘প্রচলিত ভুল ধারণা’ ভাঙাতে বাপ্পা আরও বলেন, ‘ওই ভবনটায় অনেক পিলার ছিলো।

সেটা ভেঙে জায়গা বের করে সিনেমা হল করার কোনো উপায় ছিলো না। করা হয়নি। পরে ওপরে সিনেমা হল করার চেষ্টা করেছিলাম, তখনো অনুমতি দেওয়া হয়নি। কিছুদিন আগেও ওখানে বিসিকের একটা অডিটোরিয়াম ছিলো, ওটাও আমরা নেওয়ার চেষ্টা করেছিলাম সিনেমা হল করার জন্য। উত্তরার একটি স্কুলের পাশে হওয়ায় সেটাও করা যায়নি। এই হলো ঘটনা। ’

আবেগাপ্লুত এই অভিনেতা বলেন, ‘এটা নিয়ে অনেকেরই ভুল ধারণা আছে, আমি পরিষ্কার করে দিলাম। রাজ্জাক সাহেব দুই নম্বরি করে মার্কেট বানাননি, রাজ্জাক সাহেব সৎ থেকে মার্কেট বানিয়েছেন। রাজ্জাক সাহেব যদি দুই নম্বরি করে বানাতেন, তাহলে উত্তরায় আরও ৪-৫ মার্কেট থাকতো। ’

এফডিসির ৮ নম্বর ফ্লোরে অনুষ্ঠিত শোকসভায় বাপ্পারাজের পাশাপাশি আরও বক্তব্য রাখেন ফারুক, আলমগীর, সোহেল রানা, সুচন্দা, নূতন, মিশা সওদাগর প্রমুখ।  

২১ আগস্ট ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন নায়করাজ। দু’ দফা জানাযা শেষে ২৩ আগস্ট সকালে বনানী কবরস্থানে সমাহিত করা হয়। তার মৃত্যুতে এফডিসিতে ৩ দিনের শোক ঘোষণা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।