রোববার (২৭ আগস্ট) বিকেলে বাংলানিউজের সঙ্গে আলাপে কুমার বিশ্বজিৎ জানান, মাহফুজুর রহমান মাহফুজের লেখা গানটির সুর-সংগীতায়োজন করেছিলেন শেখ সাদী খান। ‘মেঘের পালকি’ অ্যালবামে প্রকাশিত ভার্সনটিই বেশি জনপ্রিয়তা পায়।
কুমার বিশ্বজিৎ বলেন, ‘নির্মাতা শাহরিয়ার পলক অনেকদিন ধরেই বলছিলেন গানটির মিউজিক ভিডিও তৈরি করতে চান। শেষমেষ আমি রাজি হলাম। এ ক্ষেত্রে নতুনভাবে এর কম্পোজিশনও করা হচ্ছে। এটি তৈরি করছেন প্রীতম হাসান। সব মিলিয়ে কাজটি উপভোগ্য হবে বলেই মনে হচ্ছে। ’
কুমার বিশ্বজিৎ জানান, ঈদুল আযহার পর নতুন কম্পোজিশন নিয়ে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হবে। আর ঈদ উপলক্ষেও অন্তত দুটি মিউজিক ভিডিও প্রকাশ হতে যাচ্ছে এই গায়কের। ‘তারার দেশে’ ও ‘জোছনার বরষণে’ নামের মিউজিক ভিডিওগুলো উন্মুক্ত করা হবে যথাক্রমে বাংলা ঢোল ও ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
এসও