‘আবার কাইল্লা চোরা’ নাটকটিও পরিচালনা করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান। এর চিত্রনাট্য লিখেছেন মাতিয়া বানু শুকু।
নাটকটি প্রসঙ্গে ড. মইনুল খান বাংলানিউজকে বলেন, রাজস্ব আহরণ এবং চোরাচালান প্রতিরোধে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চোরাকারবারীদের বিরুদ্ধে শুল্ক গোয়েন্দার বিভিন্ন অভিযান ও ঘটনার আলোকে এই নাটকটি লেখা হয়েছে। ‘কাইল্লা চোরা’ নাটকে গোয়েন্দা ও কমেডির সংমিশ্রণ রয়েছে।
ঈদের ৬ষ্ঠ দিন রাত ১১টা ৪৫ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে নাটকটি।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১,২০১৭
এসজে/বিএসকে