রেখা-অমিতাভ-জয়া
তাদের ত্রিভূজ প্রেম বলিউডের চিরকালীন গুঞ্জন। সব ‘লাভ ট্রায়েঙ্গল’-কেও হার মানিয়েছেন তারা।
জন আব্রাহাম-বিপাশা বসু-ডিনো মারিয়া
‘রাজ’ ছবিতে এক সঙ্গে কাজ করার পরই শুরু হয় ডিনো মারিয়া ও বিপাশা বসুর প্রেমকাহিনি। ২০০২ সালে তাদের সে সম্পর্কের পাট চুকে যায়। এরপর বিপাশার জীবনে নতুন প্রেম আসে জন আব্রাহামের হাত ধরে। পরে যদিও সেটিও ভেঙে যায়। বিপাশা এখন করণ সিংহ গ্রোভারের সহধর্মিণী।
সালমান খান-ঐশ্বরিয়া রাই বচ্চন-বিবেক ওবেরয়
নব্বইয়ের দশকের সেরা ত্রিকোণ প্রেম বিবেক ওবেরয়-ঐশ্বরিয়া রাই বচ্চন-সালমান খানের। ঐশ্বরিয়ার অভিযোগ ছিলো, সালমান নাকি তাকে মারধর করেছিলেন। প্রেম ভেঙে যাওয়ার পর বিবেক ওবেরয়ের সঙ্গে দীর্ঘ দিন সম্পর্ক ছিলো প্রাক্তন বিশ্বসুন্দরীর। এই সুন্দরী অবশ্য এখন অভিষেক বচ্চনের স্ত্রী।
সুজানা খান-হৃতিক রোশন-বারবারা মোরি
ছোটবেলার বন্ধু থেকে প্রেম। তারপর বিয়ে। হৃত্বিক রোশন ও সুজান খানের জুটিও বেশ নজর কেড়েছে ভক্তদের। যদিও ২০১৪ সালে সংসার জীবনের ইতি টানেন তারা। এরই মধ্যে ২০১০ সালে ‘কাইটস’ ছবি করার সময় গ্রিক অভিনেত্রী বারবারা মোরির সঙ্গে হৃত্বিকের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিলো।
সালমান খান-ক্যাটরিনা কাইফ-রণবীর কাপুর
বলিউডের আলোচিত ব্যাচেলর সালমান খান। ঐশ্বরিয়া-পর্ব কাটিয়ে ক্যাটরিনার কাছাকাছি এসেছিলেন বলিউডের ভাইজান। কিন্তু সে প্রেমও বেশিদিন টেকেনি। ২০০৯ সালে ‘আজব প্রেম কি গজব কাহানি’র পরই রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক হয় ক্যাটের। যদিও সে প্রেমও এখন ‘প্রাক্তন’!
সাইফ আলি খান-কারিনা কাপুর খান-শহিদ কাপুর
শহিদ কাপুরের ‘চকোলেট বয়’ লুকে মন মজেছিলো করিনা কাপুরের। ‘ফিদা’ ছবিতে তাদের রসায়ন দ্রুত অফ-স্ক্রিনেও নজর কেড়েছিলো। ‘জাব উই মেট’র পরই সম্পর্ক ভেঙে যায় শহিদ-কারিনার। কারণ ‘তাশান’ ছবির সেটে ছোটবেলার ‘ক্রাশ’ সাইফ আলি খানের প্রেমে পড়েন বেবো (কারিনার ডাকনাম)। পরে বিয়েও করেন। তৈমুর আলি খান পতৌদি নামে এই দম্পতির একটি ছেলে রয়েছে।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৭
বিএসকে/এসও