পথিক নবী, ছবি: বাংলানিউজ
অভিষেক অ্যালবাম দিয়ে রাতারাতি তারকা বনে যাওয়া কণ্ঠশিল্পী পথিক নবী। দীর্ঘদিন ধরে নতুন গান বা অ্যালবামে নেই তিনি। গণমাধ্যমেও তার উপস্থিতি নেই বললেই চলে। অবশেষে ঈদুল আযহায় নতুনভাবে আবিস্কার করা গেলো জনপ্রিয় এই শিল্পীকে।
নিজের গাওয়া শ্রোতাপ্রিয় ‘আমার একটা নদী ছিলো’ গানটি নতুন সংগীতায়োজনে কণ্ঠে তুলেছেন পথিক নবী। ঈদ আয়োজনের অংশ হিসেবে গান বাংলায় প্রচার হচ্ছে এটি।
পাশাপাশি ইউটিউবে পাওয়া যাচ্ছে গান-ভিডিও। ‘উইন্ড অব চেঞ্জ: সিজন টু’-এর জন্য গানটি করেছেন পথিক। এতে বিদেশি যন্ত্রীদের সঙ্গে গেয়েছেন তিনি।
এদিকে নতুন গান তৈরি না করলেও বসে নেই পথিক নবী। মঞ্চে নিয়মিত গান করার পাশাপাশি লিখছেন গল্প, উপন্যাস ও গান। বেশ আগে থেকেই লিখছেন আত্মজীবনীমূলক একটি উপন্যাস। আগামী বইমেলায় এটি প্রকাশ হতে পারে।
* ‘আমার একটা নদী ছিলো’ গানের ভিডিও:
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৭
এসও
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।