‘তোমার অপেক্ষায়’ শিরোনামের গানটি লিখেছেন, সুর করেছেন ও কণ্ঠ দিয়েছেন ফয়সাল। সংগীতায়োজন করেছেন অয়ন চাকলাদার।
লক্ষ্য ব্যান্ড সম্পর্কে ভোকাল ফয়সাল বলেন, ‘হারিয়ে যাওয়া ব্যান্ড ফ্লেভারের গান উপহার দেওয়ার জন্যই লক্ষ্য নিয়ে সামনে এসেছি। ’
নিজের সম্পর্কে তিনি বলেন, ‘প্রথমত আমি ২০০৯-১১ পর্যন্ত দূরবীন ব্যান্ডের অন্যতম ভোকাল হিসেবে কাজ করেছি। ওই ব্যান্ডের শহিদ ভাই আমার পদপ্রদর্শক। ’
‘তোমার অপেক্ষায়’ গানটির অডিও জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, ইয়ন্ডার মিউজিক অ্যাপসসহ বাংলাদেশি রেডিও স্টেশনগুলিতে শোনা যাচ্ছে।
সিএমভি থেকে প্রকাশিত ‘তোমার অপেক্ষায়’-এর ভিডিও তৈরি করেছেন সৈকত রেজা। এতে মডেল হয়েছেন লিয়ানা লিয়া।
লক্ষ্য ব্যান্ডের লাইনআপে আছেন ফয়সাল, অয়ন, মুনতাসির, আইনান, লিংকন ও প্রান্ত।
* ‘তোমার অপেক্ষায়’ গানের ভিডিও:
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৭
এসও