সম্প্রতি টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে প্রিয়াঙ্কা চোপড়া প্রযোজিত ‘পাহুনা’। যেখানে স্ট্যান্ডিং ওভেশন পায় ছবিটি।
ছবির এরকম সাফল্যের পর ‘ইকোনমিক টাইমস কানাডা’কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেছিলেন, সিকিম উত্তর পূর্বের একটি ‘উপদ্রুত এলাকা’। নানা সমস্যায় জর্জরিত। তাই সেখানে চলচ্চিত্র শিল্পের সেভাবে বিকাশ হয়নি। ‘পাহুনা’ ওই অঞ্চল থেকে উঠে আসা প্রথম ছবি। এ ছবির গল্প দুই বাচ্চাকে ঘিরে আবর্তিত। এমনকি নিজের সংস্থার প্রযোজিত এ ছবিকেই সিকিমের প্রথম ছবি বলেও দাবি করেছিলেন তিনি।
ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে প্রিয়াঙ্কার ওই সাক্ষাৎকার। এরপর থেকেই সমালোচিত হতে হচ্ছে ‘কোয়ান্টিকো’খ্যাত এই তারকাকে। কেউ কেউ বলছেন, প্রিয়াঙ্কা সম্ভবত মণিপুর ও সিকিমকে গুলিয়ে ফেলেছেন। তারকারা যে রাজনৈতিকভাবে কতোটা অশিক্ষিত তা প্রিয়াঙ্কার এই মন্তব্যেই প্রমাণ হচ্ছে বলেও জানিয়েছেন অনেকে। প্রিয়াঙ্কার এই মন্তব্য রাজ্যের মানুষদের আহত করেছে বলে জানান প্রখ্যাত ফুটবলার বাইচুং ভুটিয়াও।
নিজের মন্তব্যের ভুল বুঝতে পেরে ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন প্রিয়াঙ্কা। সিকিমের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে তিনি এ ব্যাপারে নিজের ভুল স্বীকার করে নিয়েছেন।
এখানেই শেষ নয়, মেয়ের হয়ে ক্ষমা চেয়েছেন মা মধু চোপড়াও। বিষয়টি নিশ্চিত করে সিকিমের পর্যটন মন্ত্রী উগেন টি গায়েৎস জানান, প্রিয়াঙ্কা এমন মন্তব্য করায় ফোন করে ক্ষমা চেয়েছেন তার মা মধু চোপড়া।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
বিএসকে