চলচ্চিত্রে অভাবনীয় সাফল্য ও দাতব্য কাজের সঙ্গে সম্পৃক্ততার জন্য শুক্রবার (১৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে গ্লোবাল ডাইভারসিটি অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে তাকে। তার হাতে পুরস্কারটি তুলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সংসদ সদস্য কিথ ভাজ।
নোবেল ডাইভারসিটি অ্যাওয়ার্ড প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম হাঙ্গামায় দেওয়া এক সাক্ষাৎকারে সালমান জানান, ‘এটি সত্যি খুব সম্মানের। ’
এর আগে এই পুরস্কার পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন, অ্যাকশন তারকা জ্যাকি চ্যান, ফরমুলা ওয়ান রেসার লুইস হ্যামিলটন প্রমুখ।
সম্প্রতি দুবাইতে আলি আব্বাস জাফর পরিচালিত ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির দৃশ্যধারণ শেষ করেছেন সালমান। এরপরই ‘দাবাং ট্যুরে’ অংশ নিতে যুক্তরাষ্ট্রে চলে যান বলিউডের এই সুপারস্টার। সেখানে তার সঙ্গে আরও আছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা, ডেউজি শাহ, জ্যাকলিন ফার্নান্দেজ, অভিনেতা সুরজ পাঞ্চোলি, মণিষ পল, গায়ক বাদশাহ ও নৃত্যপরিচালক প্রভুদেবা।
বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
বিএসকে/এসও